সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে নিয়োগ ২০২২ | প্রতিমাসে বেতন ২৯ হাজার টাকা
![]() |
সাব ইন্সপেক্টর ও হেড কনস্টেবল নিয়োগ 2022 |
প্রিয় পাঠকেরা,
চাকরি প্রার্থীদের জন্য বিরাট এক সুখবর। কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী দপ্তর বিভাগে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ সহ ভারতের যেকোনো রাজ্য থেকে ছেলে-মেয়ে উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
কোন কোন পদে নিয়োগ করানো হবে, শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন, আবেদন কি ভাবে করবেন এই সমস্ত তথ্য নিম্নে আলোচনা করা হয়েছে।
পদের নাম : (1) অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (স্টেনোগ্রাফার)
মোট শূন্যপদ : ১২২টি (পুরুষ - ৯৪টি, মহিলা - ১০টি, ডিপার্টমেন্টাল ১৮টি)
মাসিক বেতন : পে লেভেল ৫ অনুযায়ী ২৯,২০০ থেকে ৯২,৩০০ টাকা পর্যন্ত।
পদের নাম : (2) হেড কনস্টেবল (মিনিস্টেরিয়াল)
মোট শূন্যপদ : ৪১৮টি (পুরুষ - ৩১৯টি, মহিলা - ৩৬টি, ডিপার্টমেন্টাল ৬৩টি)
মাসিক বেতন : পে লেভেল ৪ অনুযায়ী ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা : পার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে।
আবেদনকারীদের বয়সসীমা : ২৫শে অক্টোবর ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদন ফি বা মূল্য : আবেদন ফি হিসাবে ১০০ টাকা ধার্য করা হয়েছে, তবে SC/ST/ESM এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোন রকম আবেদন মূল্য লাগবে না।
শারীরিক মাপজোক :
ছাতি : পুরুষদের ক্ষেত্রে ৭৭ থেকে ৮২ সেমি সঙ্গে প্রসারণ করার ক্ষমতা ৫ সেমি হতে হবে।
উচ্চতা : পুরুষদের ক্ষেত্রে ১৬৫ সেমি এবং মহিলাদের ক্ষেত্রে ১৫৫ সেমি।
আবেদন পদ্ধতি : Central Industrial Security Force (CISF)-র অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
নিয়োগ পদ্ধতি :
1) Physical Standard Test
2) Documentation
3) Written Exam
4) Skill Test
5) Medical Exam
গুরুত্বপূর্ণ তারিখ সমূহ::
আবেদন প্রক্রিয়া শুরু | ২৬শে সেপ্টেম্বর ২০২২ |
আবেদন প্রক্রিয়া শেষ | ২৫শে অক্টোবর ২০২২ |
গুরুত্বপূর্ণ লিংক সমূহ::
অফিশিয়াল নোটিফিকেশন | Download |
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
Apply Online | Click Here |
টেলিগ্রাম চ্যানেল | Join Now |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box