Breaking





Monday, September 12, 2022

কৃষি দপ্তরে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ 2022 | NABARD Development Assistant Recruitment 2022

কৃষি ও গ্রাম উন্নয়ন ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ২০২২ | National Bank for Agriculture and Rural Development Assistant Recruitment 2022 

কৃষি ও গ্রাম উন্নয়ন ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ২০২২ | National Bank for Agriculture and Rural Development Assistant Recruitment 2022
কৃষি ও গ্রাম উন্নয়ন ব্যাংকে কর্মী নিয়োগ ২০২২
নমস্কার বন্ধুরা,
চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। কৃষি ও গ্রাম উন্নয়ন ব্যাংকে (NABARD) দপ্তর বিভাগে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ সহ ভারতের যেকোনো প্রান্ত থেকে ছেলে-মেয়ে উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

শূন্যপদ, বয়সসীমা, কোন কোন পদে নিয়োগ করানো হবে, শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন, আবেদন কি ভাবে করবেন এই সমস্ত যাবতীয় তথ্য নীচে আলোচনা করা হয়েছে।

পদের নাম : ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট

মোট শূন্যপদ : ১৭৩ টি (UR - ৮০ টি, SC - ২১ টি, ST - ১১ টি, OBC - ৪৬ টি, EWS - ১৫ টি)

মাসিক বেতন : ১৩,১৫০ থেকে ৩৪,৯৯০ টাকা পর্যন্ত।

পদের নাম : ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট (হিন্দি)

মোট শূন্যপদ : ৪ টি (UR - ৩ টি, ST - ১ টি)

মাসিক বেতন : ১৩,১৫০ থেকে ৩৪,৯৯০ টাকা পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা : পার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি অথবা হিন্দি মাধ্যমে অন্ততপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে।

আবেদনকারীদের বয়সসীমা : ১লা সেপ্টেম্বর ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন অর্থাৎ SC/ST প্রার্থীরা ৫ বছরের এবং OBC প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি : National Bank for Agriculture and Rural Development (NABARD)-র অফিশিয়াল ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগ পদ্ধতি : লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করানো হবে।

গুরুত্বপূর্ণ তারিখ সমূহ::

আবেদন প্রক্রিয়া শুরু ১৫ই সেপ্টেম্বর ২০২২
আবেদন প্রক্রিয়া শেষ ১০ই অক্টোবর ২০২২

গুরুত্বপূর্ণ লিংক সমূহ::

অফিশিয়াল নোটিফিকেশন Download
অফিশিয়াল ওয়েবসাইট Click Here
Apply Online Click Here
টেলিগ্রাম চ্যানেল Join Now

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box