Breaking





Wednesday, September 07, 2022

মাধ্যমিক পাশে মাথাভাঙ্গা পৌরসভাতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি 2022 | Mathabhanga Municipality Recruitment 2022

মাধ্যমিক পাশে রাজ্যের পৌরসভাগুলিতে Group D পদে চাকরি | Mathabhanga Municipality Clerk Recruitment 2022 

মাধ্যমিক পাশে রাজ্যের পৌরসভাগুলিতে Group D পদে চাকরি | Mathabhanga Municipality Clerk Recruitment 2022
মাথাভাঙ্গা পৌরসভাতে কর্মী নিয়োগ 2022
প্রিয় বন্ধুগণ,
পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা পৌরসভার তরফ থেকে পৌরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। পৌরসভাতে ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং ক্লিনিং স্টাফ পদে নিয়োগ করা হবে।

এই আবেদনের শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে যাবতীয় বিস্তারিত তথ্য জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।

Mathabhanga Municipality Recruitment 2022

পদের নাম : 
ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট
ক্লিনিং স্টাফ

মোট শূন্যপদ :
ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট - ০১ টি
ক্লিনিং স্টাফ - ০১ টি

মাসিক বেতন : 
Clerical Assistant - ১০,০০০ টাকা
Cleaning Staff - ৫,০০০ টাকা

আবেদনকারীদের বয়সসীমা : 
০১/০১/২০২২ তারিখ অনুযায়ী কমপক্ষে ১৮ বছর বয়স হতে হবে।
সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে।

শিক্ষাগত যোগ্যতা : Clerical Assistant -এই পদে আবেদনের জন্য স্নাতক হতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।
Cleaning Staff -এই পদে আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে।

আবেদন ফি বা মূল্য : উক্ত পদগুলিতে আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন ফি লাগবে না।

আবেদন পদ্ধতি ও প্রক্রিয়া : 
◑ আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
◑ নীচের লিংক থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে।
◑ নির্ভুলভাবে আবেদন পত্রটি পূরণ করতে হবে।
◑ নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করতে হবে।
◑ সঠিক সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদন পত্রটি জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :
The Chairman, Mathabhanga, Municipality,
B.N. Road, Ward No-03, P.O-Mathabhanga,
Dist. - Cooch Behar, Pin - 736146

গুরুত্বপূর্ণ তারিখ সমূহ

আবেদন প্রক্রিয়া শুরু ১লা সেপ্টেম্বর ২০২২
আবেদন প্রক্রিয়া শেষ ১৫ই সেপ্টেম্বর ২০২২

গুরুত্বপূর্ণ লিংক সমূহ

অফিশিয়াল নোটিফিকেশন Download
অফিশিয়াল ওয়েবসাইট Click Here
আবেদন ফর্ম Download
টেলিগ্রাম চ্যানেল Join Now

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box