৩০০ শূন্যপদে Indian Coast Guard এ নিয়োগ ২০২২ | Indian Coast Guard Navik & Yantrik Recruitment 2022
![]() |
Indian Coast Guard Recruitment 2022 |
প্রিয় বন্ধুরা,
চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে 300টি শূন্যপদে Navik & Yantrik পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতের যেকোনো প্রান্ত থেকে এই পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন।
কোন কোন পদে নিয়োগ করানো হবে, শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন, আবেদন কি ভাবে করবেন এই সমস্ত তথ্য নিম্নে নিচে উল্লেখ করা হয়েছে।
Advertisement No (বিজ্ঞপ্তি নম্বর) : 01_2023
পদের নাম : Navik (General Duty) , Navik (Domestic Branch), Yantrik
মোট শূন্যপদ : ৩০০টি
Indian Coast Guard Vacancy Details
Post Name | No of Vacancy |
---|---|
Navik (General Duty) | 225 |
Navik (Domestic Branch) | 40 |
Yantrik (Mechanical) | 16 |
Yantrik (Electrical) | 10 |
Yantrik (Electronics) | 09 |
Total | 300 |
শিক্ষাগত যোগ্যতা : বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, তাই আপনারা অফিশিয়াল নোটিফিকেশনটি দেখে নিন।
মাসিক বেতন : ২১,৭০০ থেকে২৯,২০০ টাকা পর্যন্ত।
আবেদনকারীদের বয়সসীমা : ১৮ থেকে ২২ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
জাতীয়তা : জাতিতে অবশ্যই ভারতীয় হতে হবে।
আবেদন মূল্য : General/OBC/EWS -প্রার্থীদের দের জন্য ২৫০ টাকা, আর SC/ST -প্রার্থীদের দের জন্য কোনো আবেদন মূল্য লাগবে না।
আবেদন পদ্ধতি : Indian Coast Guard-র অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
নিয়োগ পদ্ধতি : লিখিত পরীক্ষা, ফিজিক্যাল ফিটনেস টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশন
গুরুত্বপূর্ণ তারিখ সমূহ::
আবেদন প্রক্রিয়া শুরু | ৮ই সেপ্টেম্বর ২০২২ |
আবেদন প্রক্রিয়া শেষ | ২২শে সেপ্টেম্বর ২০২২ |
গুরুত্বপূর্ণ লিংক সমূহ::
অফিশিয়াল নোটিফিকেশন | Download |
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
Apply Online | Click Here |
Log In | Click Here |
টেলিগ্রাম চ্যানেল | Join Now |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box