৫ হাজার শূন্যপদে ব্যাংকে ক্লার্ক নিয়োগ ২০২২ | SBI Junior Associates (Customer Support & Sales) recruitment 2022
![]() |
5008টি শূন্যপদে SBI Clerk পদে নিয়োগ |
প্রিয় বন্ধুগণ,
রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ৫০০৮টি শূন্যপদে Junior Associates (Customer Support & Sales) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ সহ ভারতের যেকোনো প্রান্ত থেকে এই পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন।
কোন কোন পদে নিয়োগ করানো হবে, শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন, আবেদন কি ভাবে করবেন এই সমস্ত তথ্য নিম্নে নিচে উল্লেখ করা হয়েছে।
(Advertisement No. CRPD/CR/2022-23/15)
পদের নাম : Junior Associates (Customer Support & Sales)
মোট শূন্যপদ : ৫০০৮টি
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি/ইন্সটিটিউট থেকে স্নাতক পাস করতে হবে।
মাসিক বেতন : শুরুতে প্রতিমাসে ১৯,৯০০ টাকা।
আবেদনকারীদের বয়সসীমা : প্রার্থীদের বয়স ০১/০৮/২০২২ অনুযায়ী ২০ থেকে ২৮ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
আবেদন ফি : General/OBC/EWS -প্রার্থীদের দের জন্য ৭৫০ টাকা, আর SC/ST/PwBD/ESM/DESM -প্রার্থীদের দের জন্য আবেদন মূল্য লাগবে না।
আবেদন পদ্ধতি : আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি : আবেদনকারী প্রার্থীদের প্রিলিমিনারি ও মেন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করানো হবে।
গুরুত্বপূর্ণ তারিখ সমূহ::
আবেদন প্রক্রিয়া শুরু | ৭ই সেপ্টেম্বর ২০২২ |
আবেদন প্রক্রিয়া শেষ | ২৭শে সেপ্টেম্বর ২০২২ |
গুরুত্বপূর্ণ লিংক সমূহ::
অফিশিয়াল নোটিফিকেশন | Download |
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
Apply Online | Click Here |
টেলিগ্রাম চ্যানেল | Join Now |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box