Breaking





Saturday, October 15, 2022

রাজ্যে ক্লার্ক ও অর্ডারলি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি 2022 | Howrah District Clerk Recruitment Notification 2022

পশ্চিমবঙ্গের শিশু সুরক্ষা দপ্তরে বেঞ্চ ক্লার্ক ও অর্ডারলি পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ 2022 | উচ্চমাধ্যমিক ও এইট পাশে আবেদন করুন 

পশ্চিমবঙ্গের শিশু সুরক্ষা দপ্তরে বেঞ্চ ক্লার্ক ও অর্ডারলি পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ 2022 | উচ্চমাধ্যমিক বা এইট পাশে আবেদন করুন
রাজ্যে ক্লার্ক ও অর্ডারলি পদে চাকরি
প্রিয় পাঠকেরা,
পশ্চিমবঙ্গের শিশু সুরক্ষা দপ্তরে Howrah District Clerk Recruitment 2022 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে উচ্চমাধ্যমিক ও এইট পাশে বেঞ্চ ক্লার্ক ও অর্ডারলি পদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি ইত্যাদি সম্পর্কে যাবতীয় তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

পদের নাম : বেঞ্চ ক্লার্ক
মোট শূন্যপদ : ০১টি।
শিক্ষাগত যোগ্যতা : উচ্চমাধ্যমিক পাশ সহ কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা : আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন : ১৩,৫০০/- টাকা।

পদের নাম : অর্ডারলি
মোট শূন্যপদ : ০১টি।
শিক্ষাগত যোগ্যতা : এইট পাশ।
বয়সসীমা : আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন : ১২,০০০/- টাকা।

নিয়োগ পদ্ধতি : লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে।

নিয়োগ স্থান : হাওড়া জেলার ডিস্ট্রিক্ট চাইল্ড প্রটেকশন ইউনিটে নিয়োগ করানো হবে।

আবেদন পদ্ধতি : ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন : প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্টআউট করে নিতে হবে। তারপর প্রিন্টআউট করা আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে নোটিশে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস গুলি সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় সঠিক সময়ের মধ্যে স্পিড পোস্ট বা ড্রপ বক্সের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা : Office of the District Magistrate, Social Welfare Section, Old Collectorate Building, 1 Rishi Bankim Chandra Road, Howrah- 711101

প্রয়োজনীয় ডকুমেন্টস :
✩ বয়সের প্রমাণপত্র।
✩ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
✩ কাস্ট সার্টিফিকেট।
✩ আধার কার্ড/ভোর্টার কার্ড/ড্রাইভিং লাইসেন্স
✩ অভিজ্ঞতার সার্টিফিকেট।

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন প্রক্রিয়া শুরু ১৪ই অক্টোবর ২০২২
আবেদন প্রক্রিয়া শেষ ২১শে অক্টোবর ২০২২

গুরুত্বপূর্ণ লিংক :

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box