Breaking





Sunday, October 16, 2022

রাজ্যে আশা কো-অর্ডিনেটর পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ 2022 | Darjeeling District Asha CO-Ordinator Recruitment 2022

রাজ্যে আশা কো-অর্ডিনেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি 2022 | Asha CO-Ordinator Recruitment Vacancy 2022 

রাজ্যে আশা কো-অর্ডিনেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি 2022 | Asha CO-Ordinator Recruitment Vacancy 2022
আশা কো-অর্ডিনেটর পদে চাকরি
নমস্কার বন্ধুরা,
রাজ্যের মহিলা চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। রাজ্যের একটি জেলার সাব ডিভিশনে Asha CO-Ordinator পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, ইত্যাদি সম্পর্কে যাবতীয় তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

পদের নাম ::

ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর (আশা)।

মোট শূন্যপদ ::

০১টি।

শিক্ষাগত যোগ্যতা ::

যেকোনো স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে Social Science / Sociology / MBA / MSW স্নাতকোত্তর ডিগ্রী করা থাকলে আবেদন করতে পারবেন। অথবা যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাস সহ সংশ্লিষ্ট দপ্তরে দু’বছরের কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পাবেন।

বয়সসীমা ::

১৩ই অক্টোবর ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথা SC/ST প্রার্থীরা ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন ::

১৫,০০০/- টাকা।

আবেদন পদ্ধতি ::

ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস ::

◧ জন্মতারিখের শংসাপত্র।
◧ মাধ্যমিকের এডমিট কার্ড।
◧ স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র।
◧ জাতিগত প্রমাণপত্র।
◧ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের প্রমাণপত্র।
◧ দু কপি পাসপোর্ট সাইজের ছবি।

গুরুত্বপূর্ণ তারিখ ::

আবেদন প্রক্রিয়া শুরু ১৩ই অক্টোবর ২০২২
আবেদন প্রক্রিয়া শেষ ১৪ই নভেম্বর ২০২২

গুরুত্বপূর্ণ লিংক ::

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box