রাজ্যের BDO অফিসে মাধ্যমিক পাশে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ 2022 | সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি | আবেদন চলছে
![]() |
রাজ্যের BDO অফিসে কর্মী নিয়োগ |
প্রিয় পাঠকেরা,
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের পক্ষ হইতে Cooch Behar District Health Recruitment 2022 Notification প্রকাশিত করা হয়েছে। যেখানে কোচবিহার জেলার দিনহাটা-২ নং ব্লকের বামনহাট-১ নং এবং নাজিরহাট-২ নং গ্রাম পঞ্চায়েতের অধীনে স্বাস্থ্য কেন্দ্রগুলিতে আশা কর্মী নিয়োগ করানো হবে।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি ইত্যাদি সম্পর্কে যাবতীয় তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম :
আশা কর্মী (ASHA- Accredited Social Health Activist)
মোট শূন্যপদ :
০২টি।
শিক্ষাগত যোগ্যতা :
☑ আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে।
☑ কেবলমাত্র বিবাহিতা/ডিভোর্সী/বিধবা মহিলারা আবেদন করতে পারবেন।
☑ আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে।
☑ আরো বিস্তারিত তথ্য জানতে নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিশটি দেখে নিন।
বয়সসীমা :
আবেদনকারীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে SC/ST আবেদনকারীরা ২২ বয়স থেকেই আবেদন করতে পারবেন।
মাসিক বেতন :
৪,৫০০/- টাকা এবং কাজের উপর ভিত্তি করে উৎসাহ ভাতা দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি :
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে।
আবেদন ফি বা মূল্য :
উক্ত পদে আবেদনের জন্য কোনোরকম আবেদন মূল্য লাগবে না।
আবেদন পদ্ধতি :
ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন :
☑ অফিশিয়াল নোটিশ থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্টআউট করতে হবে।
☑ সঠিক তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
☑ নোটিশে উল্লেখিত সমস্ত ডকুমেন্টসগুলি যোগ করতে হবে।
☑ নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :
নিজ নিজ এলাকার বিডিও অফিসের নির্দিষ্ট বাক্সে জমা দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস :
☑ বয়সের প্রমাণপত্র
☑ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
☑ জাতিগত শংসাপত্র
☑ বসবাসের প্রমাণপত্র
☑ নিজের সই করা ছবি
☑ অন্যান নথিপত্র
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু | ১১ই অক্টোবর ২০২২ |
আবেদন প্রক্রিয়া শেষ | ২১শে অক্টোবর ২০২২ |
গুরুত্বপূর্ণ লিংক :
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন ফর্ম | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box