Breaking





Saturday, October 08, 2022

রাজ্যের বিশ্ববিদ্যালয়ে নন টিচিং স্টাফ পদে নিয়োগের বিজ্ঞপ্তি | Burdwan University Recruitment 2022

পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চাকরির বিজ্ঞপ্তি | Burdwan University Non Teaching Recruitment Notification 2022 

পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চাকরির বিজ্ঞপ্তি | Burdwan University Non Teaching Recruitment Notification 2022
রাজ্যের বিশ্ববিদ্যালয়ে চাকরির বিজ্ঞপ্তি
প্রিয় পাঠকেরা,
পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ হইতে Burdwan University Recruitment Notification 2022 প্রকাশিত হয়েছে। প্রোজেক্ট অফিসার, কোর্ডিনেটর, টেকনিক্যাল অফিসার, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার প্রভৃতি পদে নিয়োগ করা হবে পদে নিয়োগ করানো হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা ছেলে মেয়ে উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে যাবতীয় তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

পদের নাম :

■ Technical Officer-I
■ Technical Officer-III
■ Electronics Engineer
■ Coordinator
■ Project Officer

মোট শূন্যপদ :

■ Technical Officer-I : ০১ টি।
■ Technical Officer-III : ০১ টি।
■ Electronics Engineer : ০১ টি।
■ Coordinator : ০১ টি।
■ Project Officer : ০১ টি।

বয়সসীমা :

■ Technical Officer-I : সর্বনিম্ন ৩০ বছর।
■ Technical Officer-III : সর্বনিম্ন ৪০ বছর।
■ Electronics Engineer : সর্বনিম্ন 35 বছর।
■ Coordinator : সর্বনিম্ন ৩০ বছর।
■ Project Officer : সর্বনিম্ন ৩০ বছর।

মাসিক বেতন :

■ Technical Officer-I : ৫৭,৭০০ - ১,৮২,৪০০ টাকা।
■ Technical Officer-III : ১,৪৪,২০০ - ২,১৮,২০০ টাকা।
■ Electronics Engineer : ৭৯,৮০০ - ২,১১,৫০০ টাকা।
■ Coordinator : ৫৭,৭০০ - ১,৮২,৪০০ টাকা।
■ Project Officer : ৫৭,৭০০ - ১,৮২,৪০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা :

■ বিভিন্ন পদ অনুযায়ী B.Sc/B.E/B.Tech/M.Sc/M.Tech/M.E ইত্যাদি যোগ্যতা থাকতে হবে।
■ আরো বিস্তারিত জানতে নীচের দেওয়া লিংক থেকে অফিশিয়াল নোটিশটি দেখে নিন।

আবেদন ফি বা মূল্য :

■ বিভিন্ন পদ অনুযায়ী ১৫০০/১০০০/৫০০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
■ আরো বিস্তারিত জানতে নীচের দেওয়া লিংক থেকে অফিশিয়াল নোটিশটি দেখুন।

আবেদন পদ্ধতি :

■ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
■ নীচের লিংক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে।
■ নির্ভুলভাবে আবেদন পত্রটি পূরণ করতে হবে।
■ নোটিশে উল্লেখিত সমস্ত ডকুমেন্টসগুলি সংযুক্ত করতে হবে।
■ সঠিক সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবদনপত্রটি পাঠাতে হবে। 

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :

Office of the Register, The University of Burdwan, Golden Jubilee Building, Nurse Quarter More, Purba Bardhaman-713104, West Bengal

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন প্রক্রিয়া শুরু ৮ই সেপ্টেম্বর ২০২২
আবেদন প্রক্রিয়া শেষ ১৮ই অক্টোবর ২০২২

গুরুত্বপূর্ণ লিংক :

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন ফর্ম ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box