স্বাস্থ্য ভবনে ডিসট্রিক্ট এপিডেমিওলজিস্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি | WB Swasthya Bhawan Recruitment Notification 2022
![]() |
রাজ্যের স্বাস্থ্য ভবনে চাকরি |
প্রিয় পাঠকগণ,
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে WBSHFWS Recruitment Notification 2022 প্রকাশিত করা হয়েছে। District Epidemiologist পদে নিয়োগ করানো হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা ছেলে মেয়ে উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে যাবতীয় তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম :-
ডিসট্রিক্ট এপিডেমিওলজিস্ট [District Epidemiologist]
মোট শূন্যপদ :-
সবমিলিয়ে মোট ১২টি।
শিক্ষাগত যোগ্যতা :-
এই পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর হতে হবে এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আরো বিস্তারিত জানতে নীচের দেওয়া লিংক থেকে অফিশিয়াল নোটিশটি দেখে নিন।
মাসিক বেতন :-
৪০,০০০ টাকা
বয়সসীমা :-
১লা জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি :-
সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন মূল্য :-
১০০টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। তবে SC,ST প্রার্থীদের জন্য ৫০টাকা আবেদন মূল্য দিতে হবে।
নিয়োগ পদ্ধতি :-
অ্যাকাডেমিক স্কোর, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে।
গুরুত্বপূর্ণ তারিখ :-
আবেদন প্রক্রিয়া শুরু | ১লা অক্টোবর ২০২২ |
আবেদন প্রক্রিয়া শেষ | ১৫ই অক্টোবর ২০২২ |
গুরুত্বপূর্ণ লিংক :-
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন করুন | ক্লিক করুন |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box