১৬৭১টি শূন্যপদে রাজ্যে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ও মাল্টি-টাস্কিং স্টাফ নিয়োগ | মাধ্যমিক পাশে আবেদন করুন
![]() |
রাজ্যে মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ |
প্রিয় পাঠকেরা,
কেন্দ্রীয় সরকারের ইন্টেলিজেন্স ব্যুরোর তরফে Intelligence Bureau MTS Recruitment Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মোট 1671টি শূন্যপদে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ও মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
✪ পদের নাম ☞ SECURITY ASSISTANT/EXECUTIVE (সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট)।
✪ মোট শূন্যপদ ☞ ১৫২১ টি।
✪ শিক্ষাগত যোগ্যতা ☞ মাধ্যমিক পাশ হতে হবে। সঙ্গে স্থানীয় ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
✪ বয়সসীমা ☞ ২৫শে নভেম্বর ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে।
✪ মাসিক বেতন ☞ পে লেভেল ৩ অনুযায়ী ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা।
✪ পদের নাম ☞ MULTI-TASKING STAFF (মাল্টি টাস্কিং স্টাফ)।
✪ মোট শূন্যপদ ☞ ১৫০ টি।
✪ শিক্ষাগত যোগ্যতা ☞ মাধ্যমিক পাশ হতে হবে। সঙ্গে স্থানীয় ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
✪ বয়সসীমা ☞ ২৫শে নভেম্বর ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে।
✪ মাসিক বেতন ☞ পে লেভেল ১ অনুযায়ী ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা।
✪ নিয়োগ পদ্ধতি ☞ প্রার্থীদের Tier-I ও Tier-II পরিক্ষার মাধ্যমে নিয়োগ করানো হবে।
✪ আবেদন মূল্য ☞ আবেদন ফি বাবদ UR/OBC প্রার্থীদের ক্ষেত্রে ৫০০ টাকা ও SC/ST/মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা ধার্য করা হয়েছে।
✪ আবেদন পদ্ধতি ☞ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
✪ রাজ্যে শূন্যপদের বিন্যাস ☞ কলকাতা- SA/Ex ৯২টি ও MTS- ৫টি। শিলিগুড়ি- MTS- ১টি।
✪ গুরুত্বপূর্ণ তারিখ ☞
আবেদন প্রক্রিয়া শুরু | ৫ই নভেম্বর ২০২২ |
আবেদন প্রক্রিয়া শেষ | ২৫শে নভেম্বর ২০২২ |
✪ গুরুত্বপূর্ণ লিংক ☞
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন করুন | ক্লিক করুন |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box