Breaking





Saturday, October 29, 2022

রাজ্যে মাল্টি-টাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ২০২২ | Intelligence Bureau MTS Recruitment 2022

১৬৭১টি শূন্যপদে রাজ্যে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ও মাল্টি-টাস্কিং স্টাফ নিয়োগ | মাধ্যমিক পাশে আবেদন করুন 

১৬৭১টি শূন্যপদে রাজ্যে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ও মাল্টি-টাস্কিং স্টাফ নিয়োগ | মাধ্যমিক পাশে আবেদন করুন
রাজ্যে মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ
প্রিয় পাঠকেরা,
কেন্দ্রীয় সরকারের ইন্টেলিজেন্স ব্যুরোর তরফে Intelligence Bureau MTS Recruitment Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মোট 1671টি শূন্যপদে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ও মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

পদের নামSECURITY ASSISTANT/EXECUTIVE (সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট)
মোট শূন্যপদ ☞ ১৫২১ টি।
শিক্ষাগত যোগ্যতা ☞ মাধ্যমিক পাশ হতে হবে। সঙ্গে স্থানীয় ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা ☞ ২৫শে নভেম্বর ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন ☞ পে লেভেল ৩ অনুযায়ী ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা।

পদের নামMULTI-TASKING STAFF (মাল্টি টাস্কিং স্টাফ)
মোট শূন্যপদ ☞ ১৫০ টি।
শিক্ষাগত যোগ্যতা ☞ মাধ্যমিক পাশ হতে হবে। সঙ্গে স্থানীয় ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা ☞ ২৫শে নভেম্বর ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন ☞ পে লেভেল ১ অনুযায়ী ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা।

নিয়োগ পদ্ধতি ☞ প্রার্থীদের Tier-I ও Tier-II পরিক্ষার মাধ্যমে নিয়োগ করানো হবে।

আবেদন মূল্য ☞ আবেদন ফি বাবদ UR/OBC প্রার্থীদের ক্ষেত্রে ৫০০ টাকা ও SC/ST/মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা ধার্য করা হয়েছে।

আবেদন পদ্ধতি ☞ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

রাজ্যে শূন্যপদের বিন্যাস ☞ কলকাতা- SA/Ex ৯২টি ও MTS- ৫টি। শিলিগুড়ি- MTS- ১টি।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু ৫ই নভেম্বর ২০২২
আবেদন প্রক্রিয়া শেষ ২৫শে নভেম্বর ২০২২

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন করুন ক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box