Breaking





Sunday, November 06, 2022

২৪,৩৬৯টি শূন্যপদে স্টাফ সিলেকশন কমিশনে চাকরির বিজ্ঞপ্তি | SSC GD Constable Recruitment 2022

24,369টি শূন্যপদে স্টাফ সিলেকশন কমিশনে জিডি কনস্টেবল পদে নিয়োগ | অনলাইনে আবেদন শুরু 

24,369টি শূন্যপদে স্টাফ সিলেকশন কমিশনে জিডি কনস্টেবল পদে নিয়োগ | অনলাইনে আবেদন শুরু
SSC GD Vacancy 2022
প্রিয় পাঠকেরা,
স্টাফ সিলেকশন কমিশনের (SSC) পক্ষ হইতে SSC GD Constable Recruitment 2022 প্রকাশিত হয়েছে। সমস্ত রাজ্য মিলিয়ে মোট 24,369টি শূন্যপদে জিডি কনস্টেবল (GD Constable) পদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা ছেলে মেয়ে উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

পদের নাম :- GD Constable (জিডি কনস্টেবল)

মোট শূন্যপদ :- ২৪,৩৬৯টি।

শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। এনসিসি সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। আরো বিস্তারিত জানতে নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিশটি দেখুন।

আবেদনকারীদের বয়সসীমা :- ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী ১৮ থেকে ২৩ বছরের মধ্যে বয়স হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে।

মাসিক বেতন :- ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা।

নিয়োগ পদ্ধতি :- অনলাইন পরীক্ষা, শারীরিক মাপযোগ এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে।

আবেদন ফি :- উক্ত পদে আবেদনের জন্য ১০০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। তবে SC/ST এবং মহিলাদের জন্য কোনোরকম আবেদন ফি লাগবে না।

আবেদন পদ্ধতি :- আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।

আবেদন কীভাবে করবেন :- নিচের দেওয়া অফিশিয়াল লিংক থেকে প্রথমে নিজের নাম রেজিষ্ট্রেশন করতে হবে। তারপর নির্ভুলভাবে ফর্মটি পূরণ করে নোটিশে উল্লেখিত সমস্ত ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ :-

আবেদন প্রক্রিয়া শুরু ২৭শে অক্টোবর ২০২২
আবেদন প্রক্রিয়া শেষ ৩০শে নভেম্বর ২০২২

গুরুত্বপূর্ণ লিংক :-

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন করুন ক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box