Breaking





Thursday, November 24, 2022

BECIL-এর মাধ্যমে কল্যাণী AIIMS-এ নিয়োগের বিজ্ঞপ্তি ২০২২ | BECIL Kalyani AIIMS Recruitment 2022

BECIL-এর মাধ্যমে কল্যাণী AIIMS-এ চাকরি | মাসিক বেতন ২৪,৮০০ টাকা | অনলাইনে আবেদন শুরু 

BECIL-এর মাধ্যমে কল্যাণী AIIMS-এ চাকরি | মাসিক বেতন ২৪,৮০০ টাকা | অনলাইনে আবেদন শুরু
কল্যাণী AIIMS-এ চাকরি
নমস্কার বন্ধুরা,
ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ হইতে BECIL Kalyani AIIMS Recruitment 2022 প্রকাশিত হয়েছে। নূন্যতম মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের কল্যাণী এইমস-এ জুনিয়র ওয়ার্ডেন, সোশ্যাল ওয়ার্কার, ডাটা এন্ট্রি অপারেটর, আইটি টেকনিশিয়ান এবং আইটি প্রোগ্রামার পদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাত পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা পুরুষ এবং মহিলা উভয়েই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

পদের নাম ➠ Junior Warden
মোট শূন্যপদ ➠ ০৬ টি।
শিক্ষাগত যোগ্যতা ➠ স্নাতক এবং কাজের অভিজ্ঞতা।
বয়সসীমা ➠ ৩০ থেকে ৪৫ বছর
মাসিক বেতন ➠ ২৩,১০০/- টাকা।

পদের নাম ➠ Social Worker
মোট শূন্যপদ ➠ ০১টি।
শিক্ষাগত যোগ্যতা ➠ উচ্চমাধ্যমিক এবং কাজের অভিজ্ঞতা।
বয়সসীমা ➠ ১৮ থেকে ৩৫ বছর
মাসিক বেতন ➠ ২৪,৮০০ টাকা।

পদের নাম ➠ Data Entry Operator
মোট শূন্যপদ ➠ ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা ➠ উচ্চমাধ্যমিক পাশ এবং টাইপিং স্পিড।
বয়সসীমা ➠ ১৮ থেকে ২৭ বছর
মাসিক বেতন ➠ ২৪,৮০০ টাকা।

পদের নাম ➠ Projectionist Gr. II
মোট শূন্যপদ ➠ ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা ➠ মাধ্যমিক পাশ এবং কাজের অভিজ্ঞতা।
বয়সসীমা ➠ ১৮ থেকে ৩০ বছর
মাসিক বেতন ➠ ২৬,১০০ টাকা।

পদের নাম ➠ IT Technician
মোট শূন্যপদ ➠ ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা ➠ B.E/B.Tech/BCA/B.Tech/Diploma
বয়সসীমা ➠ ১৮ থেকে ৩০ বছর
মাসিক বেতন ➠ ২৬,১০০ টাকা।

পদের নাম ➠ IT Programmer
মোট শূন্যপদ ➠ ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা ➠ উপযুক্ত বিষয়ে স্নাতকোত্তর এবং কাজের অভিজ্ঞতা।
বয়সসীমা ➠ ৩০ থেকে ৪৫ বছর
মাসিক বেতন ➠ ৪৫,৩০০ টাকা।

আবেদন ফি বা মূল্য ➠ জেনারেলদের ক্ষেত্রে ৮৮৫/- টাকা এবং সংরক্ষিত শ্রেনির প্রার্থীদের ক্ষেত্রে ৫৩১1/- টাকা

আবেদন পদ্ধতি ➠ সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন ➠ নীচের লিংকে ক্লিক করে প্রথমে নিজের নাম রেজিস্ট্রার করতে হবে। এরপর নির্ভুলভাবে ফর্ম পূরণ করে নোটিশে উল্লেখিত সমস্ত ডকুমেন্টসগুলি সংযুক্ত করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • বয়সের প্রমাণপত্র
  • বসবাসের প্রমাণপত্র
  • জাতিগত শংসাপত্র
  • কম্পিউটার সার্টিফিকেট
  • অভিজ্ঞতার শংসাপত্র
  • পাসপোর্ট সাইজ ছবি
  • অন্যান্য নথিপত্র

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু ১৫ই নভেম্বর ২০২২
আবেদন প্রক্রিয়া শেষ ৩০শে ডিসেম্বর ২০২২

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন করুন ক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box