Breaking





Wednesday, November 23, 2022

রাজ্যে Group-C পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ২০২২ | Moyna Ramakrishnayan Association Recruitment 2022

রাজ্যে Group-C পদে চাকরির বিজ্ঞপ্তি | মাসিক বেতন ২২,৭০০ টাকা | মাধ্যমিক পাশে আবেদন করুন 

রাজ্যে Group-C পদে চাকরির বিজ্ঞপ্তি | মাসিক বেতন ২২,৭০০ টাকা | মাধ্যমিক পাশে আবেদন করুন
রাজ্যে Group-C পদে চাকরি
প্রিয় বন্ধুরা,
পূর্ব মেদেনীপুর জেলার ময়না রামকৃষ্ণণ অ্যাসোসিয়েশানের পক্ষ থেকে Moyna Ramakrishnayan Association Recruitment 2022 প্রকাশিত হয়েছে। নূন্যতম মাধ্যমিক পাশে গ্রুপ-সি শূন্যপদে ক্লার্ক কাম টাইপিস্ট পদে নিয়োগ করানো হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

পদের নাম : Clerk Cum Typist  (ক্লার্ক কাম টাইপিস্ট।)

মোট শূন্যপদ : ০১ টি।

শিক্ষাগত যোগ্যতা : অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়া টাইপিং স্পিড থাকতে হবে। আরো বিস্তারিত জানতে নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিশটি দেখুন।

আবেদনকারীর বয়সসীমা : ১লা অক্টোবর ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।

মাসিক বেতন : ২২,৭০০/- থেকে ৫৮,৫০০/- টাকা।

আবেদন মূল্য : এই পদে আবেদনের জন্য কোনোরকম আবেদন ফি লাগবে না।

আবেদন পদ্ধতি : অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন : সমস্ত রেজাল্ট এবং শংসাপত্রের জেরক্স আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে এবং রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে আবেদনপত্র পাঠানোর যাবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা : Moyna Ramakrishna Association, Vill- Harkulibhanderchak, PO & PS- Moyna, Dist.- Purba Medinipur, Pin- 721629(WB), India

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন প্রক্রিয়া শুরু ৮ই নভেম্বর ২০২২
আবেদন প্রক্রিয়া শেষ ২৯শে নভেম্বর ২০২২

গুরুত্বপূর্ণ লিংক :

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box