রাজ্যের সরকারি হসপিটালে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির বিজ্ঞপ্তি | আবেদন চলবে ১৭ই নভেম্বর পর্যন্ত
![]() |
রাজ্যের সরকারি হসপিটালে কর্মী নিয়োগ |
প্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর জেলা হসপিটালের পক্ষ হইতে Bishnupur District Hospital Recruitment 2022 প্রকাশিত করা হয়েছে। একাধিক শূন্যপদে হাউসস্টাফশিপ পদে নিয়োগ করানো হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম : Orthopaedics
মোট শূন্যপদ : ০২টি।
পদের নাম : Paediatrics
মোট শূন্যপদ : ০২টি।
পদের নাম : Ophthalmology
মোট শূন্যপদ : ০১টি।
পদের নাম : Gynaecology & Obstetrics
মোট শূন্যপদ : ০১টি।
শিক্ষাগত যোগ্যতা : উক্ত পদগুলিতে আবেদনের জন্য অবশ্যই MBBS পাশ হতে হবে। আরো বিস্তারিত জানতে নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিশটি দেখুন।
আবেদনকারীদের বয়সসীমা : অফিশিয়াল নোটিশে নির্দিষ্টভাবে কিছু উল্লেখ করা হয়নি।
আবেদন ফি বা মূল্য : উক্ত পদগুলিতে আবেদনের জন্য কোনোরকম আবেদন ফি লাগবে না।
আবেদন পদ্ধতি : ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন : নীচের দেওয়া লিংক থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে। এরপর নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করে নোটিশে উল্লেখিত সমস্ত ডকুমেন্টসগুলি সংযুক্ত করে নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা : Sri Pinaki Dey, Dealing Staff, C/O The Superintendent, Bishnupur District Hospital/SSH, Rasikganj, Bishnupur, Dist- Bankura, Pin- 722122
- নিয়োগ পদ্ধতি : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে।
- ইন্টারভিউয়ের তারিখ : ২৯শে নভেম্বর ২০২২
- ইন্টারভিউয়ের সময় : 12:00 PM
- ইন্টারভিউয়ের স্থান : Video conference room, Administrative building (Old), Department of Health & Family Welfare, Bishnupur District Hospital
প্রয়োজনীয় ডকুমেন্টস :
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- বয়সের প্রমাণপত্র
- জাতিগত শংসাপত্র
- বসবাসের প্রমাণপত্র
- অভিজ্ঞতার শংসাপত্র
- নিজের সই করা ছবি
- অন্যান নথিপত্র
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু | ৪ই নভেম্বর ২০২২ |
আবেদন প্রক্রিয়া শেষ | ১৭ই নভেম্বর ২০২২ |
গুরুত্বপূর্ণ লিংক :
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন ফর্ম | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box