অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে ইন্ডিয়ান এয়ার ফোর্সে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ২০২২ | উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন
![]() |
ভারতীয় বায়ু সেনাতে কর্মী নিয়োগ |
প্রিয় পাঠকেরা,
Indian Air Force-এর তরফে Indian Air Force Agniveer Vayu Recruitment 2022 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে একাধিক শূন্যপদে অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে ভারতীয় বায়ু সেনাতে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা ছেলে এবং মেয়ে উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম :: Angniveervayu Intake
শিক্ষাগত যোগ্যতা :: যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Mathematics, Physics and English -এ ৫০ শতাংশ নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। অথবা ৫০ শতাংশ নাম্বার সহ (Mechanical/ Electrical/ Electronics/ Automobile/ Computer Science/ Instrumentation Technology/ Information Technology) ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা করা থাকলে আবেদন করতে পারবেন।
শারীরিক গঠন ::
উচ্চতা - পুরুষ ১৫২.৫ সেমি।
উচ্চতা - মহিলা ১৫২ সেমি।
ওজন - প্রার্থীর বয়সের অনুপাতে উচ্চতা নির্ধারণ করা হয়।
আবেদনকারীদের বয়সসীমা :: প্রার্থীর জন্ম তারিখ ২৭ জুন ২০২২ থেকে ২৭ ডিসেম্বর ২০০৫ তারিখের মধ্যে সর্বোচ্চ বয়স ২১ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন :: প্রথম বছরে বেতন ৩০,০০০টাকা প্রতিমাস। দ্বিতীয় বছরে বেতন ৩৩,০০০টাকা প্রতিমাস। তৃতীয় বছর বেতন ৩৬,৫০০টাকা প্রতিমাস এবং চতুর্থ বছর বেতন ৪০,০০০টাকা প্রতিমাস।
আবেদন ফি বা মূল্য :: আবেদন মূল্য বাবদ ২৫০টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা করা যাবে Debit Card/ Credit Card/ Net Banking -এর মাধ্যমে।
আবেদন পদ্ধতি :: ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন :: নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, আবেদন ফি, সই (১০ কেবি থেকে ৫০ কেবি), Left Hand Thumb (১০ কেবি থেকে ৫০ কেবি) সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।
নিয়োগ পদ্ধতি :: প্রার্থীদের লিখিত পরীক্ষা, ফিজিক্যাল ফিটনেস ও মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগ করানো হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ::
আবেদন প্রক্রিয়া শুরু | ৭ই নভেম্বর ২০২২ |
আবেদন প্রক্রিয়া শেষ | ২৩শে নভেম্বর ২০২২ |
গুরুত্বপূর্ণ লিংক ::
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন করুন | ক্লিক করুন |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box