Breaking





Thursday, November 03, 2022

বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি | IBPS Specialist Officer Recruitment Notification 2022

বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ক্লার্ক পদে চাকরি ২০২২ | আবেদন চলবে ২১শে নভেম্বর পর্যন্ত 

বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ক্লার্ক পদে চাকরি ২০২২ | আবেদন চলবে ২১শে নভেম্বর পর্যন্ত
বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ক্লার্ক নিয়োগ
নমস্কার বন্ধুরা,
ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন (IBPS) -এর পক্ষ থেকে IBPS Specialist Officer Recruitment Notification 2022 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মার্কেটিং অফিসার, Law অফিসার সহ বিভিন্ন পদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

পদের নাম - I.T Office, Agriculture Field Office, Rajbhasha Adhikari, Law Office, HR/ Personnel Officer, Marketing Officer.

মোট শূন্যপদ - ৭০০ টি।

শিক্ষাগত যোগ্যতা - উপরে উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। আরো বিস্তারিত জানতে নীচের দেওয়া লিংক থেকে অফিশিয়াল নোটিশটি দেখুন।

আবেদনকারীদের বয়সসীমা - ২১শে নভেম্বর ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকছে।

আবেদন ফি বা মূল্য - SC/ST/PWBD প্রার্থীদের ক্ষেত্রে ১৭৫ টাকা + GST ও অন্যান্যদের ক্ষেত্রে ৮৫০ টাকা+ GST আবেদন ফি ধার্য করা হয়েছে।

আবেদন পদ্ধতি - আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।

আবেদন কীভাবে করবেন : নিচের দেওয়া অফিশিয়াল লিংক থেকে প্রথমে নিজের নাম রেজিষ্ট্রেশন করতে হবে। তারপর সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে নোটিশে উল্লেখিত সমস্ত ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।

নিয়োগ পদ্ধতি - প্রার্থীদের প্রিলিমিনারির পরীক্ষা এবং মেইন পরিক্ষার মাধ্যমে নিয়োগ করানো হবে।

শূন্যপদের বিন্যাস ও নিয়োগকারী ব্যাংকগুলি হলো -
I.T Office - 44 [Union Bank of India]
Agriculture Field Office - 516 [Punjab National Bank-100, Union Bank of India-416]
Rajbhasha Adhikari - 25 [Bank of Baroda-20, Union Bank of India-5]
Law Office - 10 [Bank of Baroda]
HR/ Personnel Officer - 15 [Union Bank of India]
Marketing Officer - 100 [Union Bank of India]

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরিক্ষা কেন্দ্রগুলি হলো - আসানসোল, দুর্গাপুর, কল্যাণী, শিলিগুড়ি, হুগলি, গ্ৰেটার ও কলকাতা।

গুরুত্বপূর্ণ তারিখ -

আবেদন প্রক্রিয়া শুরু ১লা নভেম্বর ২০২২
আবেদন প্রক্রিয়া শেষ ২১শে নভেম্বর ২০২২

গুরুত্বপূর্ণ লিংক -

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন করুন ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box