Breaking





Thursday, November 03, 2022

রাজ্যের ছাপাখানাতে বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি ২০২২ | India Government Mint Recruitment 2022

রাজ্যে নোট ছাপানো দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | মাসিক বেতন ২৫,০০০ টাকা 

রাজ্যে নোট ছাপানো দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | মাসিক বেতন ২৫,০০০ টাকা
রাজ্যে নোট ছাপানো দপ্তরে নিয়োগ
প্রিয় পাঠকেরা,
ইন্ডিয়ান সিকিউরিটি প্রেসের পক্ষ হইতে রাজ্যে India Government Mint Recruitment 2022 প্রকাশিত হয়েছে। জুনিয়র টেকনিশিয়ান, সুপারভাইজার, ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং সাব-স্টেশন অপারেটর পদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা ছেলে মেয়ে উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

পদের নাম : Jr. Technician
মোট শূন্যপদ : ১০ টি
মাসিক বেতন : ১৮,৭৮০ থেকে ৬৭,৩৯০ টাকা

পদের নাম : Lab Assistant
মোট শূন্যপদ : ০৪ টি
মাসিক বেতন : ১৮,৭৮০ থেকে ৬৭,৩৯০ টাকা

পদের নাম : Sub-Station Operator
মোট শূন্যপদ : ০৩ টি
মাসিক বেতন : ১৮,৭৮০ থেকে ৬৭,৩৯০ টাকা

পদের নাম : Supervisor
মোট শূন্যপদ : ০২ টি
মাসিক বেতন : ২৭,৬০০ থেকে ৯৫,৯১০ টাকা

শিক্ষাগত যোগ্যতা : জুনিয়ার টেকনিশিয়ান, Lab Assistant ও Sub-Station Operator পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করে থাকতে হবে। এবং Supervisor পদের ক্ষেত্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজিতে B.E./ B. Tech করা থাকতে হবে। আরো বিস্তারিত জানতে নীচের দেওয়া লিংক থেকে অফিশিয়াল নোটিশটি দেখুন।

আবেদনকারীদের বয়সসীমা : প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকছে।

নিয়োগ পদ্ধতি : প্রার্থীদের অনলাইন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করানো হবে।

নিয়োগ স্থান : পশ্চিমবঙ্গের কলকাতা।

আবেদন মূল্য : আবেদন ফি বাবদ UR/OBC/EWS প্রার্থীদের ক্ষেত্রে ৬০০ টাকা। এবং ST/SC/PWBD প্রার্থীদের ক্ষেত্রে ২০০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে।

আবেদন পদ্ধতি : আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।

আবেদন কীভাবে করবেন : নিচের দেওয়া অফিশিয়াল লিংক থেকে প্রথমে নিজের নাম রেজিষ্ট্রেশন করতে হবে। তারপর সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে নোটিশে উল্লেখিত সমস্ত ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন প্রক্রিয়া শুরু ২৯শে অক্টোবর ২০২২
আবেদন প্রক্রিয়া শেষ ২৯শে নভেম্বর ২০২২

গুরুত্বপূর্ণ লিংক :

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন করুন ক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box