Breaking





Saturday, November 05, 2022

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | malda district ophthalmic assistant Recruitment 2022

রাজ্যে স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি ২০২২ | উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন 

রাজ্যে স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি ২০২২ | উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন
রাজ্যের স্বাস্থ্য দপ্তরে চাকরি
প্রিয় পাঠকেরা,
রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। রাজ্যের স্বাস্থ্য দপ্তরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সবমিলিয়ে মোট ০৬টি শূন্যপদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

পদের নামOphthalmic Assistant
মোট শূন্যপদ ➔ ০৪ টি। [UR-০২, SC-০১, ST-০১]
শিক্ষাগত যোগ্যতা ➔ যেকোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফিজিক্স/ কেমিস্ট্রি/ বায়োলজিতে উচ্চ মাধ্যমিক পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের প্যারামেডিকেল কোর্স করা থাকতে হবে।
বয়সসীমা ➔ ১লা জানুয়ারী ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়া সরকারি
মাসিক বেতন ➔ ১৮,০০০/- টাকা।

পদের নামImmunization Volunteer
মোট শূন্যপদ ➔ ০২ টি। (UR-০১, SC-০১)
শিক্ষাগত যোগ্যতা ➔ যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্ৰ্যাজুয়েশন পাশ সঙ্গে ডিপ্লোমা সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা ➔ ১লা জানুয়ারী ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়া সরকারি
দৈনিক বেতন ➔ ৫৫০/- টাকা।

আবেদন ফি বা মূল্য ➔ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা ও Reserved প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে।

আবেদন পদ্ধতি ➔ ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন ➔ নীচের দেওয়া লিংক থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় সঠিক সময়ের মধ্যে আবেদনপত্রটি জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ➔ Office of the Secretary, District Health and Family Welfare Samity and Chief Medical Officer Of Health, Malda, Jhaljhalia, Malda-732101

নিয়োগ পদ্ধতি ➔ প্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

নিয়োগ স্থান ➔ মালদা জেলার বিভিন্ন ব্লকে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে
আবেদন প্রক্রিয়া শেষ ১৬ই নভেম্বর ২০২২

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন ফর্ম ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box