২৫২১টি শূন্যপদে ভারতীয় রেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ২০২২ | মাধ্যমিক পাশে আবেদন করুন
![]() |
ভারতীয় রেলে কর্মী নিয়োগ |
নমস্কার বন্ধুগণ,
ভারতীয় রেলে বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে West Central Railway Apprentice Recruitment 2022 প্রকাশিত হয়েছে। মোট ২৫২১টি শূন্যপদে এপ্রেন্টিসশীপ পদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাত পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম :: Apprenticeship (এপ্রেন্টিসশীপ)।
মোট শূন্যপদ :: ২৫২১ টি। (UR-১০৪৬, SC-৩৭৫, ST-১৮১, OBC-৬৭৪, EWS-২৪৫)
শিক্ষাগত যোগ্যতা :: মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করে থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা :: ১৭ই নভেম্বর ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।
স্টাইপেন্ড :: কেন্দ্রীয় সরকারের Apprentice Act 1961 নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।
আবেদন ফি বা মূল্য :: আবেদন ফি বাবদ UR প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা ধার্য করা হয়েছে। SC/ST/ PWD/ Women প্রার্থীদের ক্ষেত্রে কোনপ্রকার আবেদন মূল্য লাগবে না।
নিয়োগ পদ্ধতি :: আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার নাম্বারের শতাংশ, ট্রেড টেস্ট, মেডিকেল ফিটনেস এর মাধ্যমে নিয়োগ করানো হবে।
শূন্যপদের বিন্যাস ::
- JBP Division : ৮৮৪ টি।
- BPL Division : ৬১৪ টি।
- Kota Division : ৬৮৫ টি।
- WRS Kota : ১৬০ টি।
- CRWS BPL : ১৫৮ টি।
- HQ JBL : ২০ টি।
গুরুত্বপূর্ণ তারিখ ::
আবেদন প্রক্রিয়া শুরু | ১৮ই নভেম্বর ২০২২ |
আবেদন প্রক্রিয়া শেষ | ১৭ই ডিসেম্বর ২০২২ |
গুরুত্বপূর্ণ লিংক ::
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box