Breaking





Tuesday, December 27, 2022

ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | Forest Research Institute Recruitment Notification 2023

একাধিক শূন্যপদে বন দপ্তরে গ্রুপ-সি পদে চাকরির বিজ্ঞপ্তি ২০২৩ | অনলাইনে আবেদন শুরু 

একাধিক শূন্যপদে বন দপ্তরে গ্রুপ-সি পদে চাকরির বিজ্ঞপ্তি ২০২৩ | অনলাইনে আবেদন শুরু
বন দপ্তরে গ্রুপ-সি পদে নিয়োগ
প্রিয় পাঠকেরা,
ভারত সরকারের অধীনস্থ ইন্ডিয়ান কাউন্সিল অব ফরেস্ট্রি রিসার্চ এন্ড এডুকেশনের পক্ষ হইতে Forest Research Institute Recruitment Notification 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। নূন্যতম মাধ্যমিক পাশে মোট ৭২টি শূন্যপদে ল্যাব টেকনিশিয়ান, লোয়ার ডিভিশন ক্লার্ক, ফরেস্ট গার্ড, স্টোর কিপার, ড্রাইভার, মাল্টি টাস্কিং স্টাফ সহ বিভিন্ন পদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা পুরুষ এবং মহিলা উভয়েই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

পদের নাম
  • Lab Technician 
  • Technician 
  • Technical Assistant 
  • Lower Division Clerk 
  • Forest Guard 
  • Steno Grade II
  • Store Keeper 
  • Driver Ordinary Grade
  • Multi Tasking Staff

মোট শূন্যপদ
সবমিলিয়ে মোট ৭২টি শুন্যপদ।

  • Lab Technician : ২৩টি
  • Technician : ০৬টি
  • Assistant : ০৭টি
  • LDC : ০৫টি
  • Forest Guard : ০২টি
  • Steno : ০১টি
  • Store Keeper : ০২টি
  • Driver : ০৪টি
  • MTS : ২২টি

শিক্ষাগত যোগ্যতা
  • Lab Technician : বিজ্ঞান বিভাগে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাস হতে হবে।
  • Technician : মাধ্যমিক পাস হতে হবে এবং আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।
  • Assistant : স্নাতক / ৩ বছরের ডিপ্লোমা / উচ্চমাধ্যমিক পাস এবং ২ বছরের ডিপ্লোমা করা থাকতে হবে।
  • LDC : উচ্চমাধ্যমিক পাস হতে হবে এবং টাইপিং স্পিড থাকতে হবে।
  • Forest Guard : বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাস এবং শারীরিক মাপযোগ।
  • Steno : উচ্চমাধ্যমিক পাস, টাইপিং স্পিড এবং কম্পিউটার কোর্স করা থাকতে হবে।
  • Store Keeper : উচ্চমাধ্যমিক পাস হতে হবে।
  • Driver : মাধ্যমিক পাস, ড্রাইভিং লাইসেন্স এবং কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা।
  • MTS : মাধ্যমিক পাস এবং কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা।

আবেদনকারীর বয়সসীমা
  • Lab Technician : ১৮ বছর থেকে ৩০ বছর।
  • Technician : ১৮ বছর থেকে ৩০ বছর।
  • Assistant : ২১ বছর থেকে ৩০ বছর।
  • LDC : ১৮ বছর থেকে ২৭ বছর।
  • Forest Guard : ১৮ বছর থেকে ২৭ বছর।
  • Steno : ১৮ বছর থেকে ২৭ বছর।
  • Store Keeper : ১৮ বছর থেকে ২৭ বছর।
  • Driver : ১৮ বছর থেকে ২৭ বছর।
  • MTS : ১৮ বছর থেকে ২৭ বছর।

সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।

মাসিক বেতন
  • Lab Technician : পে লেভেল ৩ অনুযায়ী বেতন দেওয়া হবে। 
  • Technician : পে লেভেল ২ অনুযায়ী বেতন দেওয়া হবে। 
  • Assistant : পে লেভেল ৫ অনুযায়ী বেতন দেওয়া হবে। 
  • LDC : পে লেভেল ২ অনুযায়ী বেতন দেওয়া হবে।
  • Forest Guard : পে লেভেল ২ অনুযায়ী বেতন দেওয়া হবে। 
  • Steno : পে লেভেল ৪ অনুযায়ী বেতন দেওয়া হবে।
  • Store Keeper : পে লেভেল ৩ অনুযায়ী বেতন দেওয়া হবে। 
  • Driver : পে লেভেল ২ অনুযায়ী বেতন দেওয়া হবে।
  • MTS : পে লেভেল ১ অনুযায়ী বেতন দেওয়া হবে।

আবেদন ফি বা মূল্য
উক্ত পদগুলিতে আবেদনের জন্য ১৫০০ টাকা ধার্য করা হয়েছে। এসসি, এসটি এবং মহিলা প্রার্থীদের জন্য কোনোপ্রকার আবেদন ফি লাগবে না।

আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন
প্রথমে নিজের নাম রেজিস্ট্রার করতে হবে। এরপর নির্ভুলভাবে ফর্ম পূরণ করে নোটিশে উল্লেখিত সমস্ত ডকুমেন্টসগুলি সংযুক্ত করতে হবে। সবশেষে আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে। আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি দেখে নিন।

নিয়োগ পদ্ধতি
  • কম্পিউটার টেস্ট
  • লিখিত পরীক্ষা
  • স্কিল / ট্রেড টেস্ট

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু ২০ই ডিসেম্বর ২০২২
আবেদন প্রক্রিয়া শেষ ১৯শে জানুয়ারি ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন করুন ক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box