Breaking





Thursday, December 22, 2022

বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | WCCB Head Constable Recruitment Notification 2023

বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোতে হেড কনস্টেবল পদে চাকরির বিজ্ঞপ্তি ২০২৩ | মাসিক বেতন ২৫ হাজার টাকা 

বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোতে হেড কনস্টেবল পদে চাকরির বিজ্ঞপ্তি ২০২৩ | মাসিক বেতন ২৫ হাজার টাকা
WCCB-তে হেড কনস্টেবল পদে চাকরি
প্রিয় পাঠকেরা,
ভারত সরকারের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর পক্ষ হইতে WCCB Head Constable Notification 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মোট ১৫টি শূন্যপদে হেড কনস্টেবল পদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

পদের নামHead Constable (হেড কনস্টেবল)

মোট শূন্যপদ ☞ ১৫ টি।

আবেদনকারীর বয়সসীমা ☞ প্রার্থীর বয়স সর্বোচ্চ ৫৬ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন ☞ পে লেভেল ৪ অনুযায়ী ২৫,৫০০/- থেকে ৮১,১০০/- টাকা।

আবেদন পদ্ধতি ☞ ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন ☞ নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় সঠিক সময়ের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ☞ To the Additional Director, Wildlife Crime Control Bureau, trikoot-1, Bhikaji Cama Place, New Delhi- 110066

নিয়োগ পদ্ধতি ☞ প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে।

নিয়োগ স্থান ☞ কলকাতা, দিল্লি, তামিলনাড়ু, মহারাষ্ট্র, মধ্য প্রদেশ।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে
আবেদন প্রক্রিয়া শেষ ৯ই জানুয়ারি ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box