মাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে ক্লার্ক ও ট্রেড হেল্পার পদে কর্মী নিয়োগ | মাসিক বেতন ২০,০০০ টাকা
![]() |
স্বাস্থ্য দপ্তরে ক্লার্ক ও ট্রেড হেল্পার নিয়োগ |
প্রিয় পাঠকেরা,
টাটা মেমোরিয়াল হাসপাতালের তরফে TATA Memorial Centre Ldc Recruitment 2022 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। নূন্যতম মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় লোয়ার ডিভিশন ক্লার্ক, ট্রেড হেল্পার সহ বিভিন্ন পদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।
Employment No : TMC/AD/108/2022
পদের নাম : Lower Division Clerk (লোয়ার ডিভিশন ক্লার্ক)।
মোট শূন্যপদ : ১৮ টি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাশ সহ কম্পিউটারে Diploma/ Degree করা থাকতে হবে। এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা : প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন : পে লেভেল অনুযায়ী প্রতিমাসে ১৯,৯০০ টাকা।
পদের নাম : Attendant / Trade Helper (এটেনডেন্ট / ট্রেড হেল্পার)।
মোট শূন্যপদ : ৯০ টি। (এটেনডেন্ট-২০, ট্রেড হেল্পার-৭০)
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা : প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন : পে লেভেল অনুযায়ী প্রতিমাসে ১৮,০০০ টাকা।
পদের নাম : Nurse A, B, C (নার্স)।
মোট শূন্যপদ : ২৭৭ টি। (Nurse A-২১২, Nurse B-৩০, Nurse C-৫৫)
শিক্ষাগত যোগ্যতা : Genaral Nursing & Midwifery Plus (Oncology Nursing)/ Basic or Post Basic B.Sc Nursing Diploma করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা : Nurse A পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর, Nurse B পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর ও Nurse C পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন : পে লেভেল ৭, ৮, ৯ অনুযায়ী প্রতিমাসে ৪৪,৯০০ টাকা, ৪৭,৬০০ টাকা ও ৫৩,১০০ টাকা।
আবেদন ফি : আবেদন ফি বাবদ UR প্রার্থীদের ক্ষেত্রে ৩০০ টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ ST/ Female/ PWD/ Ex-servicemen প্রার্থীদের ক্ষেত্রে কোনপ্রকার আবেদন ফি লাগবে না।
আবেদন পদ্ধতি : ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন : নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে এবং সবশেষে ফাইনাল সাবমিট করতে হবে।
নিয়োগ স্থান : Homi Bhabha Cancer Hospital & Research Centre, Mullanpur Punjab/ Homi Bhabha Cancer Hospital & Research Centre, Vizag, Andhra Pradesh/ Varanasi, Uttar Pradesh
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু | ২২শে ডিসেম্বর ২০২২ |
আবেদন প্রক্রিয়া শেষ | ১০ই জানুয়ারি ২০২৩ |
গুরুত্বপূর্ণ লিংক :
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন করুন | ক্লিক করুন |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box