Breaking





Thursday, December 15, 2022

মাধ্যমিক পাশে ভারতীয় বায়ু সেনায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | Indian Air Force Apprenticeship Training Recruitment 2023

ভারতীয় বায়ু সেনাতে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ ২০২৩ | মাসিক স্টাইপেন্ড ৮,৮৫৫ টাকা 

ভারতীয় বায়ু সেনাতে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ ২০২৩ | মাসিক স্টাইপেন্ড ৮,৮৫৫ টাকা
ভারতীয় বায়ু সেনায় কর্মী নিয়োগ
প্রিয় পাঠকেরা,
ভারতীয় বায়ু সেনার তরফে Indian Air Force Apprenticeship Training Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মোট ১০৮টি শূন্যপদে এয়ার ফোর্স এপ্রেন্টিসশীপ পদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।

Employment No :: Apprenticeship Training (A4TWT) 01/2023

পদের নাম :: Air Force Apprenticeship (এয়ার ফোর্স এপ্রেন্টিসশীপ)

মোট শূন্যপদ :: ১০৮ টি।
  • Machinist :: ০৩টি
  • Sheet Metal :: ১৫টি
  • Welder :: ০৪টি
  • Electronics Mechanic :: ১৩টি
  • Carpenter :: ০২টি
  • Electrician Aircraft :: ৩৩টি
  • Fitter/ Mechanic :: ৩৮টি

যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে :: Machinist, Sheet Metal, Welder, Electronics Mechanic, Carpenter, Electrician Aircraft, Fitter/ Mechanic

শিক্ষাগত যোগ্যতা : ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং ৬৫ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করে থাকতে হবে।

আবেদনকারীর বয়সসীমা :: ১লা এপ্রিল ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৪ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।

স্টাইপেন্ড :: প্রতিমাসে ৮,৮৫৫ টাকা।

  • Height - 137cm
  • Weight - 25.4kg

আবেদন পদ্ধতি :: ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন :: নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ট্রেড সার্টিফিকেট সহ প্রয়োজনীয় সমস্ত তথ্য আপলোড করে ফাইনাল সাবমিট করতে হবে।

নিয়োগ পদ্ধতি :: লিখিত পরীক্ষা ও প্রাকটিক্যাল পরীক্ষা, মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগ করানো হবে।

গুরুত্বপূর্ণ তারিখ ::

আবেদন প্রক্রিয়া শুরু ১৯শে ডিসেম্বর ২০২২
আবেদন প্রক্রিয়া শেষ ৫ই জানুয়ারি ২০২৩
লিখিত ও প্রাকটিক্যাল পরীক্ষা
২৬শে ফেব্রুয়ারি ২০২৩
- ১লা মার্চ ২০২৩
রেজাল্ট প্রকাশিত হবে ৩রা মার্চ ২০২৩
নিয়োগ করানো হবে ৩রা এপ্রিল ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক ::

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন করুন ক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box