এইট পাশে ভারতীয় ডাক বিভাগে চাকরির বিজ্ঞপ্তি ২০২৩ | মাসিক বেতন ২০,০০০ টাকা
![]() |
ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগ |
নমস্কার বন্ধুরা,
কেন্দ্রীয় সরকারের অধীনে ভারতীয় ডাক বিভাগের তরফে Indian Post Department Group C Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। গ্রুপ সি পদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম : Skilled Artisans (Group- C)
মোট শূন্যপদ : ০৭ টি।
যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে : M.V Mechanic-4, M.V Electrician-1, Copper & Tinsmith-1, Upholster-1
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণী পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং M.V Mechanic পদের ক্ষেত্রে প্রার্থীর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা : প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।
মাসিক বেতন : পে লেভেল ২ অনুযায়ী ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা।
আবেদন পদ্ধতি : ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন : নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় সঠিক সময়ের মধ্যে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোষ্টের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা : The Senior Manager (JAG), Mail Motor Service, No.37, Greams Road, Chennai- 600006
নিয়োগ পদ্ধতি : প্রার্থীদের স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান : চেন্নাই
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু | ইতিমধ্যেই শুরু হয়ে গেছে |
আবেদন প্রক্রিয়া শেষ | ৯ই জানুয়ারি ২০২৩ |
গুরুত্বপূর্ণ লিংক :
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন ফর্ম | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box