৪৫০০টি শূন্যপদে SSC-র মাধ্যমে পোস্ট অফিসে চাকরির বিজ্ঞপ্তি | উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন
![]() |
পোস্ট অফিসে কর্মী নিয়োগ |
প্রিয় পাঠকেরা,
কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের তরফে SSC CHSL Recruitment Notification 2022 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পদে নিয়োগ করানো হবে। উচ্চমাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা উভয়েই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম :: Lower Division Clerk/ Junior Secretary Assistant, Postal Assistant/ Sorting Assistant, Data Entry Operator
মোট শূন্যপদ :: ৪৫০০ টি।
শিক্ষাগত যোগ্যতা :: যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। এবং Data Entry Operator Grade A পদের ক্ষেত্রে বিজ্ঞান বিষয়ে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা :: ১লা জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।
মাসিক বেতন :: Lower Division Clerk/ Junior Secretary Assistant পদের ক্ষেত্রে ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা।
Postal Assistant/ Sorting Assistant, Data Entry Operator, Data Entry Operator Grade A পদের ক্ষেত্রে ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা।
আবেদন ফি বা মূল্য :: আবেদন ফি বাবদ UR প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ ST/PWD/ Women প্রার্থীদের ক্ষেত্রে কোনপ্রকার আবেদন ফি লাগবে না।
আবেদন পদ্ধতি :: ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন :: নিচে দেওয়া লিংকে ক্লিক করে প্রথমে ইমেইল আইডি ও মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এরপর Post সিলেক্ট করে প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে পেমেন্ট করতে হবে। পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
নিয়োগ পদ্ধতি :: প্রার্থীদের Tier-I ও Tier-II পরিক্ষা ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করানো হবে।
পরিক্ষা কেন্দ্র :: কলকাতা, শিলিগুড়ি, বর্ধমান, কল্যাণী, দুর্গাপুর ও আসানসোল।
গুরুত্বপূর্ণ তারিখ ::
আবেদন প্রক্রিয়া শুরু | ৬ই ডিসেম্বর ২০২২ |
আবেদন প্রক্রিয়া শেষ | ৪ই জানুয়ারী ২০২৩ |
গুরুত্বপূর্ণ লিংক ::
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন করুন | ক্লিক করুন |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box