Breaking





Monday, December 05, 2022

রাজ্যে পিওন ক্লার্ক সহ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | Jalapahar Contonment Broad Group D Recruitment 2022

রাজ্যে পিওন ক্লার্ক সহ বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২২ | মাসিক বেতন ২২,৭০০ টাকা 

রাজ্যে পিওন ক্লার্ক সহ বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২২ | মাসিক বেতন ২২,৭০০ টাকা
রাজ্যে পিওন ক্লার্ক সহ বিভিন্ন পদে চাকরি
প্রিয় পাঠকেরা,
রাজ্যের ক্যান্টনমেন্ট বোর্ডের তরফে Jalapahar Contonment Broad Group-D Recruitment 2022 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। ফরেস্ট গার্ড, নাইট গার্ড, সাফাই কর্মচারী, পিওন, লোয়ার ডিভিশন ক্লার্ক সহ বিভিন্ন পদে নিয়োগ করানো হবে। মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা পুরুষ এবং মহিলা উভয়েই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।

পদের নাম : ফরেস্ট গার্ড, নাইট গার্ড, সাফাই কর্মচারী, পিওন
মোট শূন্যপদ : ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণী পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা : প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।
মাসিক বেতন : পে লেভেল ১ অনুযায়ী ১৭,০০০ থেকে ৪৩,৬০০ টাকা।

পদের নাম : লোয়ার ডিভিশন ক্লার্ক
মোট শূন্যপদ : ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা : প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।
মাসিক বেতন : পে লেভেল ৬ অনুযায়ী ২২,৭০০ থেকে ৫৮,৫০০ টাকা।

আবেদন ফি বা মূল্য : আবেদন ফি বাবদ ফরেস্ট গার্ড, নাইট গার্ড, সাফাই কর্মচারী ও পিওন পদের জন্য UR/ OBC/ Ex-servicemen প্রার্থীদের ক্ষেত্রে ৫০০ টাকা ও SC/ ST/ Women প্রার্থীদের ক্ষেত্রে ২৫০ টাকা। এবং বাকি সমস্ত পদের ক্ষেত্রে UR/ OBC/ Ex-servicemen প্রার্থীদের জন্য ১০০০/- টাকা ও SC/ ST/ Women প্রার্থীদের ক্ষেত্রে ৫০০/- টাকা ধার্য করা হয়েছে।

আবেদন পদ্ধতি : ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন : নিচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্রটি ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোষ্টের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা : Contonment Broad Office, Jalapahar, Derjeeling, West Bengal -734105

নিয়োগ পদ্ধতি : প্রার্থীদের লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করানো হবে।

নিয়োগ স্থান : Contonment Broad Office, Jalapahar, Derjeeling

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন প্রক্রিয়া শুরু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে
আবেদন প্রক্রিয়া শেষ ২০ই জানুয়ারী ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক :

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন ফর্ম ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box