প্রাইমারি টেট প্র্যাকটিস সেট PDF | WB Primary TET Practice Set 2022 in Bengali;
![]() |
Primary TET Practice Set |
প্রিয় পাঠকেরা,
আজ WB প্রাইমারি টেট প্র্যাকটিস সেট পর্ব ০৩ PDFটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যেটিতে সম্পূর্ণ সিলেবাস অনুসারে ৫টি বিষয় থেকে ৬টি করে মোট ৩০টি প্রশ্ন লিপিবদ্ধ করা আছে। যেগুলি আগত প্রাইমারী টেট পরীক্ষার প্রস্তুতিতে আপনাদের বিশেষ সাহায্য করবে।
সুতরাং সময় অপচয় না করে নীচ থেকে প্রশ্ন ও উত্তর গুলি দেখে নিন এবং নীচের দেওয়া লিংক থেকে প্র্যাকটিস সেটের পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন সম্পূর্ণ ফ্রীতে।
Primary TET Practice Set 2022
01. কোন ছাত্র বা ছাত্রী কে শুনে শুনে লেখা সাহায্য করে তার
A. বানান সংশোধন করতে
B. শ্রবণ শক্তি বৃদ্ধি করতে
C. ধৈর্য্য ক্ষমতা বাড়াতে
D. লেখার প্রতি আকৃষ্ট তা বৃদ্ধি করতে
02. প্রগতিবাদী শিক্ষার জনক কে ?
A. কার্মেন
B. ডিউই
C. হাল
D. ব্রুনার
03. জা পিঁয়াজে কোন দেশে জন্ম গ্ৰহন করেছিলেন?
A. আমেরিকা
B. জাপান
C. চীন
D. সুইজারল্যান্ড
04. একটি স্বাভাবিক সুস্থ শিশু কত বছর বয়স থেকে হাঁটতে পারে?
A. ২.৫ বছর
B. ২ বছর
C. ৩ বছর
৪. ৩.৫ বছর
05. একজন ছাত্রী আপনার ক্লাস করানোর সময় জোরে জোরে সহ পাঠির সঙ্গে কথা বলছে। এমন পরিস্থিতিতে আপনার ঠিক কি করা উচিৎ?
A. তাকে ভালো করে বোঝানো
B. তাকে ক্লাস থেকে বের করে দেওয়া
C. তার বাবা মাকে ডেকে পাঠানো
D. তাকে স্কুল থেকে ৭দিনের জন্য সাসপেন্ড করে দেওয়া
06. থাস্টোনের মতে প্রাথমিক উপাদান কতকগুলো রয়েছে?
A. ৭টি
B. ৮টি
C. ৪ টি
D. ৫ টি
প্র্যাকটিস সেটের PDF ডাউনলোড লিংক নীচে আছে
File Details::
File Name: Primary TET 2021 Practice Set Part-03
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 03
File size: 0.72 MB
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box