রাজ্যে জাতীয় স্বাস্থ্য মিশনের মাধ্যমে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | মাসিক বেতন ২২,০০০ টাকা
![]() |
জাতীয় স্বাস্থ্য মিশনে কর্মী নিয়োগ |
সুপ্রিয় বন্ধুরা,
রাজ্যের জাতীয় স্বাস্থ্য মিশনের পক্ষ হইতে Alipurduar District Laboratory Technician Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। উচ্চমাধ্যমিক পাশে ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্লক ডাটা ম্যানেজার ও কাউন্সিলার পদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
বিজ্ঞপ্তি নাম্বার : DH&FWS/APD/2022-23/983
পদের নাম : Laboratory Technician (ল্যাবরেটরি টেকনিশিয়ান)।
মোট শূন্যপদ : ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বোর্ড থেকে Physics, Chemistry & Mathematics/ Biological Science -এ উচ্চমাধ্যমিক পাশ সহ Medical Laboratory Technology -তে ডিপ্লোমা করা থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা : প্রার্থীর বয়স ১৯ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন : ২২,০০০ টাকা।
পদের নাম : Block Data Manager (ব্লক ডাটা ম্যানেজার)।
মোট শূন্যপদ : ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Graduation পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা : প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন : ২২,০০০ টাকা।
পদের নাম : Counsellor (কাউন্সিলর)।
মোট শূন্যপদ : ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Sociology/ Applied Psychology/ Social Work/ Anthropology/ Human Development -এ M.A/ M.Sc করে থাকতে হবে সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা : প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন : ২০,০০০ টাকা।
আবেদন ফি বা মূল্য : Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা।
আবেদন পদ্ধতি : ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা : Office of the Chief Medical Officer Of Health & Member Secretary, DH & FWS, Babupura, New Alipurduar, Word No-XII, Dist-Alipurduar, Pi-736121
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন পক্রিয়া শুরু | ২৫শে জানুয়ারি ২০২৩ |
আবেদন পক্রিয়া শেষ | ১৩ই ফেব্রুয়ারি ২০২৩ |
গুরুত্বপূর্ণ লিংক :
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box