Breaking





Monday, January 30, 2023

রাজ্যে জাতীয় স্বাস্থ্য মিশনের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | Alipurduar District Laboratory Technician Recruitment 2023

রাজ্যে জাতীয় স্বাস্থ্য মিশনের মাধ্যমে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | মাসিক বেতন ২২,০০০ টাকা 

রাজ্যে জাতীয় স্বাস্থ্য মিশনের মাধ্যমে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | মাসিক বেতন ২২,০০০ টাকা
জাতীয় স্বাস্থ্য মিশনে কর্মী নিয়োগ
সুপ্রিয় বন্ধুরা,
রাজ্যের জাতীয় স্বাস্থ্য মিশনের পক্ষ হইতে Alipurduar District Laboratory Technician Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। উচ্চমাধ্যমিক পাশে ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্লক ডাটা ম্যানেজার ও কাউন্সিলার পদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

বিজ্ঞপ্তি নাম্বার : DH&FWS/APD/2022-23/983

পদের নাম : Laboratory Technician (ল্যাবরেটরি টেকনিশিয়ান)
মোট শূন্যপদ : ০২ টি
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বোর্ড থেকে Physics, Chemistry & Mathematics/ Biological Science -এ উচ্চমাধ্যমিক পাশ সহ Medical Laboratory Technology -তে ডিপ্লোমা করা থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা : প্রার্থীর বয়স ১৯ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন : ২২,০০০ টাকা।

পদের নাম : Block Data Manager (ব্লক ডাটা ম্যানেজার)
মোট শূন্যপদ : ০১ টি
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Graduation পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা : প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন : ২২,০০০ টাকা।

পদের নাম : Counsellor (কাউন্সিলর)
মোট শূন্যপদ : ০১ টি
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Sociology/ Applied Psychology/ Social Work/ Anthropology/ Human Development -এ M.A/ M.Sc করে থাকতে হবে সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা : প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন : ২০,০০০ টাকা।

আবেদন ফি বা মূল্য : Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা।

আবেদন পদ্ধতি : ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা : Office of the Chief Medical Officer Of Health & Member Secretary, DH & FWS, Babupura, New Alipurduar, Word No-XII, Dist-Alipurduar, Pi-736121

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন পক্রিয়া শুরু ২৫শে জানুয়ারি ২০২৩
আবেদন পক্রিয়া শেষ ১৩ই ফেব্রুয়ারি ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক :

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box