Breaking





Tuesday, January 31, 2023

রাজ্যের স্কুলে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি | Ramakrishna Ashram Assistant Teacher Recruitment 2023

রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | আবেদন চলবে ১৯শে ফেব্রুয়ারি পর্যন্ত 

রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | আবেদন চলবে ১৯শে ফেব্রুয়ারি পর্যন্ত
রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ
প্রিয় পাঠকেরা,
রাজ্যের স্কুলের তরফে Ramakrishna Ashram Assistant Teacher Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

বিজ্ঞপ্তি নাম্বার :: BAV/AT/2023

পদের নাম :: Assistant Teacher (অ্যাসিস্ট্যান্ট টিচার)

মোট শূন্যপদ :: ০৪ টি

যে সমস্ত বিষয়ে শিক্ষক নিয়োগ করানো হবে :: Geography, Pure Science, Sanskrit (Upper Primary), Physical Science (Secondary)

শিক্ষাগত যোগ্যতা :: যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাশ সহ B. Ed/ D.EI.Ed করা থাকতে হবে। এবং Physical Science (Secondary) পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাশ সহ B.ed করা থাকতে হবে।

আবেদন ফি বা মূল্য :: Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ৫০০ টাকা, OBC প্রার্থীদের ক্ষেত্রে ৪০০ টাকা এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে ৩০০ টাকা।

আবেদন পদ্ধতি :: ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন :: নিচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। এরপরে পূরণ করা আবেদনপত্র, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় সঠিক সময়ের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :: Batikar Abhedananda Vidyapith (H.S), P.o- Batikar, Dist- Birbhum, Pin- 731121, WB

গুরুত্বপূর্ণ তারিখ ::

আবেদন পক্রিয়া শুরু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে
আবেদন পক্রিয়া শেষ ১৯শে ফেব্রুয়ারি ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক ::

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন ফর্ম ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box