Breaking





Saturday, January 07, 2023

কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | ECIL Technical Officer Recruitment Notification 2023

কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | মাসিক বেতন ২৫,০০০ টাকা 

কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | মাসিক বেতন ২৫,০০০ টাকা
ইলেকট্রনিক্স দপ্তরে কর্মী নিয়োগ
সুপ্রিয় বন্ধুরা,
কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে ECIL Technical Officer Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মোট ২০০টি শূন্যপদে টেকনিকাল অফিসার পদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

পদের নামTechnical Officer (টেকনিকাল অফিসার)

মোট শূন্যপদ ➜ ২০০ টি। (UR-৮০, EWS-২০, OBC-৫২, SC-৩৩, ST-১৫)

শিক্ষাগত যোগ্যতা ➜ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৬০ শতাংশ নম্বর নিয়ে CSE/ IT/ ECE/ EEE/ Mech./ Electrical/ Electronics Engineering-এ B.E/ B.Tech Degree/ Diploma করা থাকতে হবে।

আবেদনকারীর বয়সসীমা ➜ ৩১শে ডিসেম্বর ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।

মাসিক বেতন ➜ ২৫,০০০/- থেকে ৩১,০০০/- টাকা।

আবেদন পদ্ধতি ➜ ইচ্ছুক প্রার্থীদের আলাদা ভাবে আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের দিন বায়োডাটা,শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে সঠিক সময়ের মধ্যে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউয়ের স্থান ➜ CED Building, Main Factory, Electronics Corporation Of India Limited, ECIL Post, Hyderabad- 500062.

ইন্টারভিউয়ের তারিখ১১ই জানুয়ারি, ২০২৩

নিয়োগ পদ্ধতি ➜ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নাম্বারের শতাংশ, কাজের অভিজ্ঞতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box