বর্ডার রোড অর্গানাইজেশনে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | মাধ্যমিক পাশে আবেদন করুন
![]() |
বর্ডার রোড অর্গানাইজেশনে চাকরি |
প্রিয় পাঠকেরা,
কেন্দ্রীয় সরকারের বর্ডার রোড অর্গানাইজেশনের পক্ষ হইতে Border Roads Organisation Radio Mechanic Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মোট ৫৬৭টি শূন্যপদে রেডিও মেকানিক, অপারেটর কমিউনিকেশন, ড্রাইভার মেকানিকাল ট্রান্সপোর্ট, ভেহিকল মেকানিক সহ বিভিন্ন পদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
বিজ্ঞপ্তি নাম্বার :: 04/2022
পদের নাম :: Radio Mechanic, Operator Communication, Driver Mechanical Transport (OG), Vehicle Mechanic , MSW Driller, Mason, Painter, Mess Waiter
মোট শূন্যপদ :: ৫৬৭ টি।
শিক্ষাগত যোগ্যতা :: মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
আবেদনকারীর বয়সসীমা :: উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ বছর ২৫/ ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। অর্থাৎ SC/ ST প্রার্থীরা ৫ বছর ও OBC প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।
আবেদন ফি বা মূল্য :: আবেদন ফি বাবদ GEN/ OBC/ EWS/ Ex-servicemen প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা। এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনপ্রকার আবেদন মূল্য লাগবে না।
আবেদন পদ্ধতি :: ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন :: নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় সঠিক সময়ের মধ্যে রেজিস্টার্ড পোষ্টের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :: Commandant, BRO School & Centre, Dighi Camp, Pune- 411015
নিয়োগ পদ্ধতি :: প্রার্থীদের লিখিত পরীক্ষা, ফিজিক্যাল ফিটনেস টেস্ট, ট্রেড টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ :: বিজ্ঞপ্তি প্রকাশের ৪৫ দিনের মধ্যে আবেদন করতে হবে।
গুরুত্বপূর্ণ লিংক ::
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box