Breaking





Saturday, January 07, 2023

রাজ্যের স্কুলে গ্রুপ-ডি নাইট গার্ড নিয়োগের বিজ্ঞপ্তি | Jhargram District Group D Recruitment Notification 2023

রাজ্যের স্কুলে গ্রুপ-ডি নাইট গার্ড, গেস্ট টিচার পদে চাকরির বিজ্ঞপ্তি ২০২৩ | সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ 

রাজ্যের স্কুলে গ্রুপ-ডি নাইট গার্ড, গেস্ট টিচার পদে চাকরির বিজ্ঞপ্তি ২০২৩ | সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ
রাজ্যের স্কুলে গ্রুপ-সি, গ্রুপ-ডি কর্মী নিয়োগ
প্রিয় বন্ধুগণ,
রাজ্যে ইংলিশ মিডিয়াম ও বাংলা মিডিয়াম স্কুলের তরফে Jhargram District Group D Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মোট ২৬টি শূন্যপদে গ্রুপ-সি, গ্রুপ-ডি, নাইট গার্ড ও গেস্ট টিচার পদে নিয়োগ করানো হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

বিজ্ঞপ্তি নাম্বার : 02/2023/EDN

পদের নাম : Group-C
মোট শূন্যপদ : ০৭ টি।
যোগ্যতা : আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে Retired (Group- C Catagory Government Employees) হতে হবে।
বয়সসীমা : ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬৪ বছরের মধ্যে হতে হবে।

পদের নাম : Group- D
মোট শূন্যপদ : ৬ টি।
যোগ্যতা : আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে Retired (Group- D Catagory Government Employees) হতে হবে।
বয়সসীমা : ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬৪ বছরের মধ্যে হতে হবে।

পদের নাম : Night Guard, Security Guard
মোট শূন্যপদ : ৫ টি। (Night Guard-3, Security Guard-2)
যোগ্যতা : আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে Retired (Ex-servicemen/ NVF/ Home Guard Employees) হতে হবে।
বয়সসীমা : ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬৪ বছরের মধ্যে হতে হবে।

পদের নাম : গেস্ট টিচার (Upper Primary)
মোট শূন্যপদ : ৮ টি।
যে সমস্ত বিষয়ে শিক্ষক নিয়োগ করানো হবে : Bio Science-২, Pure Science-২, English-২
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক পাস সহ যেকোনো সরকারি প্রাইমারি স্কুল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকরা আবেদনের যোগ্য। এছাড়াও বিএড বা সমমানের প্রশিক্ষণ ডিগ্রি করা থাকতে হবে। অথবা সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট করা থাকতে হবে।
বয়সসীমা : ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬৪ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন : প্রার্থীদের প্রতিমাসে বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি : ইচ্ছুক প্রার্থীদের আলাদা আলাদা করে আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের দিন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউ স্থানে সঠিক সময়ের মধ্যে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউ স্থান : Vivekananda Metting Hall, Office of the District Magistrate & Collector, Jhargram

ইন্টারভিউয়ের তারিখ : ১৬ - ১৭ই জানুয়ারি, ২০২৩

নিয়োগ স্থান : বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লক ভিত্তিক ইংলিশ মিডিয়াম ও বাংলা মিডিয়াম স্কুলে।

গুরুত্বপূর্ণ লিংক :

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box