রাজ্যের মিউনিসিপালিটিতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | মাধ্যমিক পাশে আবেদন করুন
![]() |
রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ |
প্রিয় পাঠকেরা,
পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। রাজ্যের পৌরসভার তরফে English Bazar Municipality Recruitment 20233 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মোট ০৭টি শূন্যপদে কমিউনিটি সার্ভিস প্রোভাইডার (CSP) পদে নিয়োগ করানো হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
নোটিশ নং ➸ 01/EBM-CLFESP/22-23
পদের নাম ➸ Community Service Provider (কমিউনিটি সার্ভিস প্রোভাইডার)।
মোট শূন্যপদ ➸ ০৭ টি।
শিক্ষাগত যোগ্যতা ➸ মাধ্যমিক পাশ।
অন্যান্য যোগ্যতা ➸ প্রার্থীকে অবশ্যই মহিলা এবং SHG গ্রুপের সদস্য হতে হবে। যিনি পঞ্চসূত্র অনুসরণ করে তিন বার ৫০,০০০/- ক্রেডিট নিয়েছেন। এবং অর্থ প্রদানের ক্ষেত্রে খেলাপি না করে থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও প্রার্থীকে শারীরিক দিক থেকে ফিট ও কাজের আগ্রহ থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা ➸ ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন ➸ ডিপার্টমেন্টের নিয়ম অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি ➸ ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন ➸ নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় সঠিক সময়ের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ➸ English Bazar Municipality Office, Malda, West Bengal.
গুরুত্বপূর্ণ তারিখ ➸
আবেদন প্রক্রিয়া শুরু | ৩১শে ডিসেম্বর ২০২২ |
আবেদন প্রক্রিয়া শেষ | ১৫ই জানুয়ারি ২০২৩ |
গুরুত্বপূর্ণ লিংক ➸
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন করুন | ক্লিক করুন |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box