১,১০০টি শূন্যপদে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | মাসিক বেতন ২৫,০০০ টাকা
![]() |
রাজ্যের স্বাস্থ্য দপ্তরে চাকরি |
প্রিয় পাঠকেরা,
রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে WB Health Community Health Officer Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মোট ১১০০টি শূন্যপদে কমিউনিটি হেলথ অফিসার (CHO) পদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
নোটিশ নং : SHFWS/2022/271
পদের নাম : Community Health Officer (কমিউনিটি হেলথ অফিসার)।
মোট শূন্যপদ : ১১০০ টি। (Gen-৫৭২, SC-২৩১, ST-৬৬, OBC A-১১০, OBC B-৭৭, Others-৪৪)।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে GNM/ B.Sc Nursing/ Post Basic B.Sc Nursing Course সহ পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল থেকে নিবন্ধন শংসাপত্র থাকতে হবে। এছাড়াও প্রার্থীকে কম্পিউটার কাজের অভিজ্ঞতা ও বাংলা লিখতে পড়তে ও বলতে জানতে হবে।
আবেদনকারীর বয়সসীমা : প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন : প্রতিমাসে ২০,০০০ টাকা + ৫,০০০ টাকা (incentive) দেওয়া হবে।
আবেদন ফি বা মূল্য : আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা। এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা ধার্য করা হয়েছে।
আবেদন পদ্ধতি : ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন : নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল, মোবাইল নাম্বার, নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট করতে হবে। আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি ভালোভাবে দেখে নিন।
নিয়োগ পদ্ধতি : প্রার্থীদের লিখিত পরীক্ষা (৮৫ নং) ও ইন্টারভিউ (১৫ নং) -এর ভিত্তিতে নিয়োগ করানো হবে।
নিয়োগ স্থান : রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে।
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু | ৩রা জানুয়ারি ২০২৩ |
আবেদন প্রক্রিয়া শেষ | ১৫ই জানুয়ারি ২০২৩ |
গুরুত্বপূর্ণ লিংক :
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন করুন | ক্লিক করুন |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box