৪,১০৩টি শূন্যপদে ভারতীয় রেলে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | মাধ্যমিক পাশে আবেদন করুন | অনলাইনে আবেদন শুরু
![]() |
ভারতীয় রেলে ৪,১০৩টি শূন্যপদে চাকরি |
প্রিয় বন্ধুরা,
সাউথ সেন্ট্রাল রেলওয়ের তরফে South Central Railway Apprentice Recruitment Notification 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশে ৪,১০৩টি শূন্যপদে এপ্রেন্টিসশীপ পদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
নোটিশ নং ➟ SCR/P-HQ/RPC/111/Act. App/2022
পদের নাম ➟ Apprentice (এপ্রেন্টিস)।
মোট শূন্যপদ ➟ ৪১০৩ টি।
যে সমস্ত ট্রেডে নিয়োগ করানো হবে ➟
ট্রেড | শূন্যপদ |
---|---|
AC Mechanic | ২৫০ |
Carpenter | ১৮ |
Diesel Mechanic | ৫৩১ |
Electrician | ১০১৯ |
Electronic Mechanic | ৯২ |
Fitter | ১৪৬০ |
Machinist | ৭১ |
MMW | ২৪ |
MMTM | ০৫ |
Painter | ৮০ |
Welder | ৫৫৩ |
মোট শূন্যপদ | ৪১০৩ |
শিক্ষাগত যোগ্যতা ➟ ১০+২ সিস্টেমের অধীনে ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ সহ NCVT/ SCVT অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স করে থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা ➟ ৩০শে ডিসেম্বর ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।
স্টাইপেন্ড ➟ প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড দেওয়া হবে।
আবেদন ফি বা মূল্য ➟ আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা এবং SC/ ST/ PWD/ Women প্রার্থীদের ক্ষেত্রে কোনপ্রকার আবেদন ফি লাগবে না। আবেদন মূল্য জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card -এর মাধ্যমে।
আবেদন পদ্ধতি ➟ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন ➟ নিচে দেওয়া লিংকে ক্লিক করে অথবা (https://scr.indianrailways.gov.in/) ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল, মোবাইল নাম্বার, নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট করতে হবে। আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি ভালোভাবে দেখে নিন।
নিয়োগ পদ্ধতি ➟ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নাম্বারের শতাংশ ও ট্রেড টেস্টের মাধ্যমে নিয়োগ করানো হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ➟
আবেদন প্রক্রিয়া শুরু | ৩০শে ডিসেম্বর ২০২২ |
আবেদন প্রক্রিয়া শেষ | ২৯শে জানুয়ারি ২০২৩ |
গুরুত্বপূর্ণ লিংক ➟
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন করুন | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box