Breaking





Saturday, December 31, 2022

রাজ্য সরকারের দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | WBHIDCO Data Entry Operator Recruitment 2023

রাজ্য সরকারের দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | মাসিক বেতন ২৫,০০০ টাকা 

রাজ্য সরকারের দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | মাসিক বেতন ২৫,০০০ টাকা
রাজ্য সরকারের দপ্তরে কর্মী নিয়োগ
প্রিয় পাঠকেরা,
রাজ্য সরকারের হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফে WBHIDCO Data Entry Operator Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Notice No3837/HIDCO/Admn-2266/2013

পদের নামData Entry Operator (ডাটা এন্ট্রি অপারেটর)।

মোট শূন্যপদ ➟ ০৪ টি।

শিক্ষাগত যোগ্যতা ➟ যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে CA/ B.com (Hons.) করা থাকতে হবে এবং সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনকারীর বয়সসীমা ➟ ১লা ডিসেম্বর ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।

মাসিক বেতন ➟ ২৫,০০০/- টাকা।

আবেদন পদ্ধতি ➟ ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন ➟ বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় সঠিক সময়ের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ➟ Joint Managing Director (Admn), WBHIDCO at HIDCO BHABAN, Premises No- 35-1111, Biswa Bangla Sarani, 3rd Rotary,New Town, Kolkata- 700156

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু ২১শে ডিসেম্বর ২০২২
আবেদন প্রক্রিয়া শেষ ১০ই জানুয়ারি ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন করুন ক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box