Breaking





Friday, December 30, 2022

মাধ্যমিক পাশে ভারতীয় রেলে বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি | South Eastern Railway Apprentice Recruitment 2023

১৭৮৫টি শূন্যপদে ভারতীয় রেলে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | মাধ্যমিক পাশে আবেদন করুন 

১৭৮৫টি শূন্যপদে ভারতীয় রেলে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | মাধ্যমিক পাশে আবেদন করুন
১৭৮৫টি শূন্যপদে ভারতীয় রেলে নিয়োগ
সুপ্রিয় বন্ধুরা,
রাজ্যে দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফে South Eastern Railway Apprentice Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশে অ্যাক্ট এপ্রেন্টিসশীপ পদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

নোটিশ নং ☛ SER/ P-HQ/RRC/PERS/ ACT APPRENTICES/2022-23

পদের নামAct Apprentice (অ্যাক্ট এপ্রেন্টিসশীপ)

মোট শূন্যপদ ☛ ১৭৮৫ টি।

যে সমস্ত ট্রেডে নিয়োগ করানো হবে
  • Fitter
  • Turner
  • Welder
  • Electrician
  • Mechanic
  • Machinist
  • Painter
  • Carpenter
  • Wireman
  • Winder
  • Lineman
  • Etc.........

শিক্ষাগত যোগ্যতা ☛ মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করে থাকতে হবে।

আবেদনকারীর বয়সসীমা ☛ ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।

আবেদন ফি বা মূল্য ☛ আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা এবং SC/ ST/ PWD/ Women প্রার্থীদের ক্ষেত্রে কোনপ্রকার আবেদন ফি লাগবে না।

আবেদন পদ্ধতি ☛ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন ☛ প্রথমে নিজের নাম রেজিস্ট্রার করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে ফাইনাল সাবমিট করতে হবে। আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি ভালোভাবে দেখে নিন।

নিয়োগ পদ্ধতি ☛ মেরিট লিস্টের ভিত্তিতে প্রার্থীদের ট্রেড টেস্ট ও মেডিকেল ফিটনেস্ট টেস্টের মাধ্যমে নিয়োগ করানো হবে।

নিয়োগ স্থান ☛ খড়গপুর, সাঁতরাগাছি, চক্রধরপুর, রাঁচি, টাটা সহ বিভিন্ন জায়গায়।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু ২৭শে ডিসেম্বর ২০২২
আবেদন প্রক্রিয়া শেষ ২রা ফেব্রুয়ারি ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন করুন ক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box