Breaking





Tuesday, January 31, 2023

মাধ্যমিক পাশে ভারতীয় নৌবাহিনীতে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি || Indian Navy Tradesman Skilled Recruitment 2023

ইন্ডিয়ান নেভিতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ || মাধ্যমিক পাশে আবেদন করুন 

ইন্ডিয়ান নেভিতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ || মাধ্যমিক পাশে আবেদন করুন
ভারতীয় নৌবাহিনীতে প্রচুর কর্মী নিয়োগ
সুপ্রিয় বন্ধুরা,
ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে Indian Navy Tradesman Skilled Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

বিজ্ঞপ্তি নাম্বার01/2023/NAD

পদের নামTradesmen Skilled (ট্রেডসম্যান স্কীল্ড)

মোট শূন্যপদ২৪৮ টি

যে সমস্ত ট্রেডে নিয়োগ করানো হবে ➱ Machinist, Driver Crane Mobile, Shipwright, Painter, Fitter সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা ➱ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করে থাকতে হবে।

আবেদনকারীর বয়সসীমা ➱ প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি বা মূল্য ➱ Unreserved/ OBC প্রার্থীদের ক্ষেত্রে ২৫০ টাকা। এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনপ্রকার আবেদন ফি লাগবে না।

আবেদন পদ্ধতি ➱ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন ➱ নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে এবং সবশেষে আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।

নিয়োগ পদ্ধতি ➱ শর্ট লিস্ট প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন ও লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করানো হবে।

আবেদনের শেষ তারিখ ➱ বিজ্ঞপ্তি প্রকাশের ২৮ দিনের মধ্যে আবেদন করতে হবে।

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন করুন ক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box