রাজ্যে স্বাস্থ্য দপ্তরে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | মাসিক বেতন ৩৫,০০০ টাকা
![]() |
রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ |
প্রিয় বন্ধুরা,
ওয়েস্ট বেঙ্গল হেলথ রিকোয়ারমেন্ট বোর্ড (WBHRB)-এর পক্ষ হইতে WBHRB Clinical Instructor Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মোট ১৪৬টি শূন্যপদে ক্লিনিকাল ইন্সট্রাক্টর পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
বিজ্ঞপ্তি নাম্বার ➠ R/Clinical Instructor-Lateral, GCON/1/2023
পদের নাম ➠ Clinical Instructor (ক্লিনিকাল ইন্সট্রাক্টর)।
মোট শূন্যপদ ➠ ১৪৬ টি। (UR-৭৭, SC-৩২, ST-০৯, OBC-২৪)।
শিক্ষাগত যোগ্যতা ➠ যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে M.Sc/ B.Sc Nursing -এ Digree সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা ➠ ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।
মাসিক বেতন ➠ পে লেভেল অনুযায়ী প্রতিমাসে ৩৫,৮০০ থেকে ৯২,১০০ টাকা।
আবেদন ফি বা মূল্য ➠ Unreserved/OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে ২৫০ টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরকম আবেদন মূল্য লাগবে না।
আবেদন পদ্ধতি ➠ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন ➠ নিচে দেওয়া লিংকে ক্লিক করে অথবা www.wbhrb.in -এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। এবং সবশেষে আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।
নিয়োগ পদ্ধতি ➠ Academic Score- 75 Mark’s, Experience- 10 Mark’s and Interview- 15 Mark’s.
গুরুত্বপূর্ণ তারিখ ➠
আবেদন পক্রিয়া শুরু | ৬ই ফেব্রুয়ারি ২০২৩ |
আবেদন পক্রিয়া শেষ | ২০ই ফেব্রুয়ারি ২০২৩ |
গুরুত্বপূর্ণ লিংক ➠
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন করুন | ক্লিক করুন |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box