Breaking





Friday, January 27, 2023

উচ্চমাধ্যমিক পাশে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | Purba Medinipur District Counsellor Recruitment 2023

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে উচ্চমাধ্যমিক পাশে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | মাসিক বেতন ২২,০০০ টাকা 

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে উচ্চমাধ্যমিক পাশে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | মাসিক বেতন ২২,০০০ টাকা
রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ
প্রিয় পাঠকেরা,
জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে Purba Medinipur District Counsellor Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। ল্যাবরেটরি টেকনিশিয়ান, স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

বিজ্ঞপ্তি নাম্বারDH&FWS(ndgm)/205

পদের নামLaboratory Technician
মোট শূন্যপদ০৪টি
শিক্ষাগত যোগ্যতা ➬ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে Physics, Chemistry, Mathematics/ Biology Science নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। এবং Medical Laboratory Technology -তে Diploma করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা ➬ প্রার্থীর বয়স ১৯ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন ➬ প্রতিমাসে ২২,০০০/- টাকা।

পদের নামস্টাফ নার্স
মোট শূন্যপদ০২ টি
শিক্ষাগত যোগ্যতা ➬ পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল অনুমোদিত অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে GNM Nursing কোর্স করা থাকতে হবে।
বয়সসীমা ➬ প্রার্থীর বয়স ১৯ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন ➬ প্রতিমাসে ২৫,০০০/- টাকা।

পদের নামANM (Community Health Assistant)
মোট শূন্যপদ০২ টি
শিক্ষাগত যোগ্যতা ➬ পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল অনুমোদিত অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ANM/ GNM Nursing কোর্স করা থাকতে হবে।
মাসিক বেতন ➬ প্রতিমাসে ১৩,০০০/- টাকা।

পদের নামCounsellor
মোট শূন্যপদ০১ টি
শিক্ষাগত যোগ্যতা ➬ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Psychology/ Social Work/ Sociology/ Anthropology -তে Graduation সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন ➬ প্রতিমাসে বেতন ২০ হাজার টাকা।

আবেদন ফি বা মূল্য ➬ আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা এবং Reserved (SC/ ST/ PWD) প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।

আবেদন পদ্ধতি ➬ ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন ➬ নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় সঠিক সময়ের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন পক্রিয়া শুরু ২০ই জানুয়ারি ২০২৩
আবেদন পক্রিয়া শেষ ৩রা ফেব্রুয়ারি ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box