Breaking





Friday, February 17, 2023

মাধ্যমিক পাশে কনস্টেবল পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | BSF Constable Recruitment Notification 2023

বর্ডার সিকিউরিটি ফোর্সে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | মাসিক বেতন ২১,৭০০ টাকা 

বর্ডার সিকিউরিটি ফোর্সে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | মাসিক বেতন ২১,৭০০ টাকা
মাধ্যমিক পাশে কনস্টেবল নিয়োগ
নমস্কার বন্ধুরা,
কেন্দ্রীয় সরকারের বর্ডার সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে BSF Constable Recruitment Notification 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে কনস্টেবল ওয়ার্ড বয় সহ বিভিন্ন পদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা পুরুষ এবং মহিলা উভয়েই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।

পদের নামCT (Ward Boy/ Ward Girl/ Aya)
মোট শূন্যপদ০৫টি
শিক্ষাগত যোগ্যতা ➫ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা ➫ প্রার্থীর বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন ➫ পে লেভেল অনুযায়ী ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা।

পদের নামConstable (Table Boy)
মোট শূন্যপদ০১টি
শিক্ষাগত যোগ্যতা ➫ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা ➫ প্রার্থীর বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন ➫ পে লেভেল অনুযায়ী ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা।

পদের নামJunior X-RAY Assistant (Head Constable)
মোট শূন্যপদ৪০ টি
শিক্ষাগত যোগ্যতা ➫ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা করা থাকতে হবে।
বয়সসীমা ➫ প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন ➫ পে লেভেল অনুযায়ী ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা।

পদের নামASI/ Lab Technician
মোট শূন্যপদ০৭ টি
শিক্ষাগত যোগ্যতা ➫ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিষয়ে উচ্চমাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা করা থাকতে হবে।
বয়সসীমা ➫ প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন ➫ পে লেভেল অনুযায়ী ২৯,২০০ থেকে ৯২,৩০০ টাকা।

পদের নামASI/ Dental Technician
মোট শূন্যপদ০১ টি
শিক্ষাগত যোগ্যতা ➫ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিষয়ে উচ্চমাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা করা থাকতে হবে।
বয়সসীমা ➫ প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন ➫ পে লেভেল অনুযায়ী ২৯,২০০ থেকে ৯২,৩০০ টাকা।

পদের নামSI/ Stuff Nurse
মোট শূন্যপদ১০ টি
শিক্ষাগত যোগ্যতা ➫ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ GNM Nursing কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন ➫ পে লেভেল অনুযায়ী ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা।

আবেদন পদ্ধতি ➫ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন ➫ নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। এবং সব শেষে ফাইনাল সাবমিট করতে হবে।

নিয়োগ পদ্ধতি ➫ প্রার্থীদের Physical Standards Test-এর মাধ্যমে নিয়োগ করানো হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন পক্রিয়া শুরু ২৪শে জানুয়ারি ২০২৩
আবেদন পক্রিয়া শেষ ২২শে ফেব্রুয়ারি ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন করুন ক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box