অসম রাইফেলসে ট্রেডসম্যান পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | মাধ্যমিক পাশে আবেদন করুন
![]() |
অসম রাইফেলসে ট্রেডসম্যান নিয়োগ |
প্রিয় পাঠকেরা,
কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে Assam Rifles Technical and Tradesmen Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে মোট ৬১৬টি শূন্যপদে টেকনিকাল এন্ড ট্রেডসম্যান পদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
ই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম ➯ Technical and Tradesmen (টেকনিকাল ও ট্রেডসম্যান)।
মোট শূন্যপদ ➯ ৬১৬ টি। (পশ্চিমবঙ্গে ১২ টি)।
যে সমস্ত পদে নিয়োগ করানো হবে ➯ Clerk, Religious Teacher, Electrician, Plumber, Female Safai, Cook
শিক্ষাগত যোগ্যতা ➯ অফিশিয়াল নোটিফিকেশন অনুযায়ী আলাদা আলাদা পদের ক্ষেত্রে থেকে মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনকারীর বয়সসীমা ➯ উপরিউক্ত পদগুলির ক্ষেত্রে আলাদা আলাদা ১৮ থেকে ২৭ বয়স অনুযায়ী আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি ➯ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন ➯ নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সবশেষে ফাইনাল সাবমিট করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ➯
আবেদন পক্রিয়া শুরু | ১৭ই ফেব্রুয়ারি ২০২৩ |
আবেদন পক্রিয়া শেষ | ১৯শে মার্চ ২০২৩ |
গুরুত্বপূর্ণ লিংক ➯
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন করুন | ক্লিক করুন |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box