Breaking





Friday, February 17, 2023

রাজ্যে ইন্ডিয়ান ওয়েলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | IOCL Junior Engineering Assistant Recruitment 2023

রাজ্যে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | মাসিক বেতন ২৫,০০০ টাকা 

রাজ্যে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | মাসিক বেতন ২৫,০০০ টাকা
রাজ্যে ইন্ডিয়ান ওয়েলে কর্মী নিয়োগ
নমস্কার বন্ধুরা,
রাজ্যে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের তরফে IOCL Junior Engineering Assistant Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশে বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

পদের নাম : Junior Engineering Assistant (Production)
পোস্ট কোড : ২০১
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Chemical/ Refinery & Petrochemical Engineering -এ Diploma করে থাকতে হবে। এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম : Junior Engineering Assistant (P&U)
পোস্ট কোড : ২০২
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ/ ITI পাশ সহ Mechanical/ Electrical Engineering -এ Diploma করে থাকতে হবে।

পদের নাম : Junior Engineering Assistant (Electrical)/ Technical Assistant (Mechanical)/ Instrumentation)
পোস্ট কোড : ২০৩/ ২০৪/ ২০৫
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Mechanical/ Instrumentation/ Electrical Engineering -এ তিন বছরের Diploma করে থাকতে হবে।

পদের নাম : Junior Quality Control Analyst
পোস্ট কোড : ২০৬
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Physics, Chemistry/ Industrial Chemistry & Mathematics নিয়ে B.Sc করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

এছাড়াও আরো অন্যান্য কয়েকটি পদ রয়েছে যেমন : Junior Engineering Assistant (Fire/ Safety)/ Junior Material Assistant/ Junior Nursing Assistant

আবেদনকারীর বয়সসীমা : উভয় পদ গুলির ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : উভয় পদ গুলির ক্ষেত্রে প্রতিমাসে বেতন ২৫,০০০ থেকে ১,০৫,০০০ টাকা।

আবেদন ফি বা মূল্য : GEN/ OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে ১৫০ টাকা। এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনপ্রকার আবেদন ফি লাগবে না।

আবেদন পদ্ধতি : ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন : নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। এবং সবশেষে আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।

নিয়োগ পদ্ধতি : প্রার্থীদের Written Test/ Skill/ Proficiency/ Physical Test -এর মাধ্যমে নিয়োগ করা হবে।

নিয়োগ স্থান : পশ্চিমবঙ্গের হলদিয়া, অসাম, বিহার, গুজরাট, উত্তর প্রদেশ, হরিয়ানা, ওড়িশা।

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন পক্রিয়া শুরু ১লা মার্চ ২০২৩
আবেদন পক্রিয়া শেষ ২০ই মার্চ ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক :

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন করুন ক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box