Breaking





Saturday, February 18, 2023

বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ ২০২৩ | BSK New Recruitment Notification 2023

বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগের বিজ্ঞপ্তি 2023 | Bangla Sahayata Kendra Recruitment 2023 

বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগের বিজ্ঞপ্তি 2023 | Bangla Sahayata Kendra Recruitment 2023
বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ ২০২৩
প্রিয় পাঠকেরা,
রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের তরফে BSK New Recruitment Notification 2023 প্রকাশিত হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় মোট ৩,০০০ শূন্যপদে বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ করানো হবে। রাজ্যের পঞ্চায়েত ভোটের আগেই বাংলা সহায়তা কেন্দ্র (BSK)-এ কর্মী নিয়োগ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

বর্তমানে রাজ্যে ২৩টি জেলায় মোট ৩,৫৪১টি বাংলা সহায়তা কেন্দ্র আছে। যেখানে কাজ করেন প্রায় ৭,১২০ জন কর্মী। সূত্রের খবর অনুযায়ী আরো ১,৪৬১টি বাংলা সহায়তা কেন্দ্র তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। আর সেই সমস্ত কেন্দ্রগুলিতে প্রায় তিন হাজার শূন্যপদে নিয়োগ করানো হবে।

Bangla Sahayata Kendra : বাংলা সহায়তা কেন্দ্র

পদের নামডাটা এন্ট্রি অপারেটর

মোট শুন্যপদ৩,০০০টি

জেলাভিত্তিক বাংলা সহায়তা কেন্দ্রের শূন্যপদ

জেলার নাম মোট শূন্যপদ
আলিপুরদুয়ার ৩৪
বাঁকুড়া ৭৮
বীরভূম ৬৪
কোচবিহার ৪৮
দক্ষিণ দিনাজপুর ২৩
দার্জিলিং ৩৬
হাওড়া ৬০
হুগলি ৭৯
জলপাইগুড়ি ৩৫
ঝাড়গ্রাম ৩৪
কালিম্পং ২৯
মালদহ ৭২
মুর্শিদাবাদ ১০৭
নদিয়া ৭৭
উত্তর চব্বিশ পরগনা ৮২
দক্ষিণ চব্বিশ পরগনা ১৫৯
পূর্ব বর্ধমান ৭৩
পশ্চিম বর্ধমান ২৭
পূর্ব মেদিনীপুর ১০১
পশ্চিম মেদিনীপুর ১০৩
পুরুলিয়া ৬৪
উত্তর দিনাজপুর ৪৫
কলকাতা ৩০

শিক্ষাগত যোগ্যতা ➟ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।

আবেদনকারীর বয়সসীমা ➟ প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন ➟ প্রতিমাসে ১০,০০০/- টাকা।

আবেদন পদ্ধতি ➟ অফিশিয়াল ওয়েবসাইট www.bsk.wb.gov.in -এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

★ অতি শীঘ্রই বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই আমরা সময়ের সাথে আপডেট করে দেবো।

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box