রূপশ্রী প্রকল্পে একাউন্ট্যান্ট ও ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ | মাসিক বেতন ১৫,০০০ টাকা
![]() |
ঝাড়গ্রাম জেলায় রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ |
প্রিয় বন্ধুরা,
ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের পক্ষ থেকে Rupashree Prakalpa Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। ঝাড়গ্রাম জেলায় রূপশ্রী প্রকল্পে হিসাবরক্ষক এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করানো হবে।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
বিজ্ঞপ্তি নাম্বার ☞ 19/RUP/JGM
- পদের নাম ☞ Data Entry Operator (ডাটা এন্ট্রি অপারেটর)।
- মোট শুন্যপদ ☞ ০৪টি।
- শিক্ষাগত যোগ্যতা ☞ প্রার্থীকে স্নাতক পাশ হতে হবে। বেসিক কম্পিউটার নলেজ, টাইপিং স্পিড এবং কমপক্ষে ০১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়সসীমা ☞ ১লা জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
- মাসিক বেতন ☞ প্রতিমাসে ১১,০০০/- টাকা।
- পদের নাম ☞ Accountant (একাউন্ট্যান্ট)।
- মোট শুন্যপদ ☞ ০১টি।
- শিক্ষাগত যোগ্যতা ☞ প্রার্থীকে অনার্স সহ কমার্সে স্নাতক হতে হবে। এবং কম্পিউটারে MS Office এর কাজ জানতে হবে ও Tally ও Presentation কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়সসীমা ☞ ১লা জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
- মাসিক বেতন ☞ প্রতিমাসে ১৫,০০০/- টাকা।
নিয়োগ পদ্ধতি ☞ প্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে।
আবেদন পদ্ধতি ☞ ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন ☞ নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। এরপরে পূরণ করা আবেদনপত্র শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ☞ Rupashree Cell, Office of the District Magistrate, Jhargram.
গুরুত্বপূর্ণ তারিখ ☞
আবেদন প্রক্রিয়া শুরু | ১৬ই ফেব্রুয়ারি ২০২৩ |
আবেদন প্রক্রিয়া শেষ | ২রা মার্চ ২০২৩ |
গুরুত্বপূর্ণ লিংক ☞
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন ফর্ম | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box