এয়ার ইন্ডিয়াতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | মাসিক বেতন ২৮,০০০ টাকা
![]() |
এয়ার ইন্ডিয়াতে কর্মী নিয়োগ |
সুপ্রিয় বন্ধুরা,
কেন্দ্রীয় সরকারের এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেডের পক্ষ থেকে AIESL Aircraft Technician Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মোট ৯০টি শূন্যপদে এয়ারক্রাফট টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।
বিজ্ঞপ্তি নাম্বার : AIESL/TRV-AC/TECH/2492
পদের নাম : Aircrafts Technician (এয়ারক্রাফট টেকনিশিয়ান)।
মোট শুন্যপদ : ৯০ টি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Mechanical/ Electrical/ Instrumentation/ Electronics/ Telecommunication-এ তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে। এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা : প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৭ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।
মাসিক বেতন : পে লেভেল অনুযায়ী প্রতিমাসে ২৮,০০০ থেকে ৩৬,০০০ টাকা।
আবেদন পদ্ধতি : ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন কীভাবে করবেন : নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সবশেষে ফাইনাল সাবমিট করতে হবে।
নিয়োগ পদ্ধতি : প্রার্থীদের মেডিক্যাল টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে।
ইন্টারভিউয়ের স্থান : Office of the GM- Engineering, AI Engineering Service Limited Maintenance Repair Overhaul, (MRO) Near International Airport (T-2), Opp. ta KSEB, Chackal, Trivandrum, Kerala -695007
ইন্টারভিউয়ের তারিখ : ৭ই মার্চ থেকে ৯ই মার্চ ২০২৩
গুরুত্বপূর্ণ লিংক :
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন করুন | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box