রাজ্যে মিড ডে মিল প্রকল্পে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | মাসিক বেতন ১১,০০০ টাকা
![]() |
রাজ্যে মিড ডে মিল প্রকল্পে নিয়োগ |
প্রিয় বন্ধুরা,
রাজ্যের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তরফে Paschim Medinipur District Assistant Account Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মিড-ডে-মিল প্রকল্পে অ্যাকাউন্টেন্ট পদে কর্মী নিয়োগ করানো হবে।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
বিজ্ঞপ্তি নাম্বার ☛ 33/MDM
পদের নাম ☛ Assistant Account (অ্যাসিস্টেন্ট অ্যাকাউন্টেন্ট)।
মোট শুন্যপদ ☛ ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা ☛ আবেদনকারীকে অবশ্যই Government Retired Employee হতে হবে।
আবেদনকারীর বয়সসীমা ☛ ৩১শে জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬৩ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন ☛ পে লেভেল অনুযায়ী প্রতিমাসে ১১,০০০ টাকা।
আবেদন পদ্ধতি ☛ ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না।
আবেদন কীভাবে করবেন ☛ সরাসরি ইন্টারভিউয়ের দিন বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় সঠিক সময়ের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।
নিয়োগ স্থান ☛ গরবেতা ২ নং ব্লক, দাসপুর ২ নং ব্লক ও শালবনী ব্লক
ইন্টারভিউ স্থান ☛ New Conference Hall, Administrative Building, Collectorate, Paschim Medinipur
ইন্টারভিউয়ের তারিখ ☛ ২৭শে ফেব্রুয়ারি ২০২৩
গুরুত্বপূর্ণ লিংক ☛
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box