৫,৩৯৫টি শূন্যপদে রাজ্যের ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | মাধ্যমিক পাশে আবেদন করুন
![]() |
ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে কর্মী নিয়োগ |
প্রিয় পাঠকেরা,
কেন্দ্রীয় সরকারের যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের তরফে Yantra India Ltd Non ITI and ITI Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মোট 5,395টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন:- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।
বিজ্ঞপ্তি নাম্বার : 1457
পদের নাম : Non ITI and ITI
মোট শুন্যপদ : ৫,৩৯৫ টি।
যে সমস্ত ট্রেডে নিয়োগ করানো হবে : Machinist, Turner, Electrician, Fitter, Welder সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে।
পশ্চিমবঙ্গে শূন্যপদের বিন্যাস : ইছাপুর রাইফেল ফ্যাক্টরি কলকাতা-৪৭০ টি, দমদম-৩১ টি, ইছাপুর স্টিল ফ্যাক্টরি-২১৪ টি ও কসিপুর-১৯৩ টি।
শিক্ষাগত যোগ্যতা :
- Non ITI পদের ক্ষেত্রে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
- ITI পদের ক্ষেত্রে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করে থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা : ২৮শে মার্চ ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকছে।
মাসিক স্টাইপেন্ড : প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে
- Non ITI পদের ক্ষেত্রে 6,000 টাকা।
- ITI পদের ক্ষেত্রে 7,000 টাকা।
আবেদন পদ্ধতি : ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি বা মূল্য : GEN/ OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে ২০০ টাকা ও SC/ ST/ PWD/ Woman প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা।
আবেদন কীভাবে করবেন : www.yantraindia.co.in গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সবশেষে ফাইনাল সাবমিট করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু | ২৭শে ফেব্রুয়ারি ২০২৩ |
আবেদন প্রক্রিয়া শেষ | ২৮শে মার্চ ২০২৩ |
গুরুত্বপূর্ণ লিংক :
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন করুন | ক্লিক করুন |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box