Breaking





Saturday, February 25, 2023

ভারতীয় স্টেট ব্যাংকে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | SBI Senior Executive Recruitment 2023

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | মাসিক বেতন ৬৩,৮৪০ টাকা 

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩ | মাসিক বেতন ৬৩,৮৪০ টাকা
ভারতীয় স্টেট ব্যাংকে কর্মী নিয়োগ
প্রিয় বন্ধুরা,
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে SBI Senior Executive Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। নূন্যতম গ্র্যাজুয়েট পাশে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন:- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।

বিজ্ঞপ্তি নাম্বার :: CRPD/SCO/2022-23/34

  • পদের নাম :: Manager (Retail Products)
  • মোট শুন্যপদ :: ৫ টি। (UR-০৪, OBC-০১)
  • শিক্ষাগত যোগ্যতা :: যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে MBA সহ Retail Banking -এ ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়সসীমা :: ৩১শে ডিসেম্বর ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২৮ থেকে ৩৮ বছরের মধ্যে হতে হবে।
  • মাসিক বেতন :: ৬৩,৮৪০ থেকে ৭৮,২৩০ টাকা

  • পদের নাম :: Faculty
  • মোট শুন্যপদ :: ২ টি।
  • শিক্ষাগত যোগ্যতা :: যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫৫ শতাংশ নম্বর নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়সসীমা :: ৩১শে ডিসেম্বর ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২৮ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে।
  • বার্ষিক বেতন :: পে লেভেল অনুযায়ী বার্ষিক ২৫ থেকে ৪০ লক্ষ টাকা।

  • পদের নাম :: Senior Executive
  • মোট শুন্যপদ :: ১ টি।
  • শিক্ষাগত যোগ্যতা :: যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Statistics/ Mathematics/ Economics বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়সসীমা :: ৩১শে ডিসেম্বর ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
  • বার্ষিক বেতন :: পে লেভেল অনুযায়ী বার্ষিক ১৫ থেকে ২০ লক্ষ টাকা।

আবেদন ফি বা মূল্য :: Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ৭০০ টাকা। এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরকম আবেদন ফি লাগবে না।

আবেদন পদ্ধতি :: ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন :: নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। এবং সবশেষে আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।

নিয়োগ পদ্ধতি :: প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে।

গুরুত্বপূর্ণ তারিখ ::

আবেদন প্রক্রিয়া শুরু ২৩শে ফেব্রুয়ারি ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ ১৫ই মার্চ ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক ::

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
Manager (Retail Products) Download
Faculty Download
Senior Executive Download

আবেদন করুন ক্লিক করুন
Manager (Retail Products) Click Here
Faculty Click Here
Senior Executive Click Here

অফিশিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box